ছয় বছরের শিশুকে যৌন হেনস্থা, পার্টি থেকে কেস তুলে নেওয়ার হুমকির অভিযোগ

ছয় বছরের শিশুকে যৌন হেনস্থা, পার্টি থেকে কেস তুলে নেওয়ার হুমকির অভিযোগ

নিউটাউন:  কখনও মাটিয়া তো কখনও জলপাইগুড়ি কখনও আবার বোলপুর, রাজ্যের উত্তর থেকে দক্ষিণে একের পর এক নারী নির্যাতন, যৌন হেনস্থার অভিযোগ উঠে আসতে শুরু করেছে। বার বার অস্বস্তির মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এবার নিউটাউনে ছয় বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। ইতিমধ্যে শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। দলের তরফ থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য বার বার শিশুটির পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানা গিয়েছে। 

নিউটাউনে একটি পরিবার গত দুই মাস ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। ওই পরিবারে স্বামী, স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে। পরিবারের তরফে অভিযোগ, চলতি মাসের ছয় তারিখে ভোরবেলা মালিকের ছেলে ঘরে ঢুকে তাঁদের ছয় বছরের মেয়েকে যৌন নির্যাতন করে। পরে ঘটনাটি জানতে পেরে শিশুটির পরিবার নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মালিকের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্রের খবর, বর্তমানে শিশুটি বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের তরফে প্রথমে বাগুইআট থানায় অভিযোগ জানায়। সেখান থেকেই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়। কারণ ঘটনাটি নিউটাউন থানা এলাকায় হয়েছে। শিশুটির মা জানান, আমি চাই অভিযুক্তের শাস্তি হোক। পার্টির তরফ থেকে বার বার অভিযোগ তুলে নেওয়ার চাপ দেওয়া হচ্ছে। আমরা থানায় এফআইআর করতে যাই যখন, পুলিশ সাফ জানিয়ে

পাশাপাশি শনিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে নারী নির্যাতনের খবর এসেছে। এক কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে মেসোর বিরুদ্ধে। পরিবারের সঙ্গে ওই কিশোরী থানার দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।  দেয়, আমরা রাতে এফআইআর নিই না। এরপর ভোর তিনটে পর্যন্ত আমরা থানায় বসে ছিলাম। তারপর আমাদের অভিযোগ নেওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =