মুখ্যমন্ত্রীর মুখে আবার তাঁর নাম! কী বললেন শিশির

মুখ্যমন্ত্রীর মুখে আবার তাঁর নাম! কী বললেন শিশির

কলকাতা: বাংলার নতুন রাজ্যপাল সি.ভি আনন্দ বোসের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ঘটনার দু’দিনের মাথায় বিধানসভায় শুক্রবার মুখোমুখি হয়েছেন দু’জন। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে হাজির হন শুভেন্দু অধিকারী এবং তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং মনোজ টিগ্গা। তাঁদের সাক্ষাতকে কেন্দ্র করে এখন বিপুল চর্চা রাজ্য রাজনীতিতে। এই প্রসঙ্গে আবার মুখ খুলেছেন শুভেন্দুর পিতা তথা তৃণমূলের প্রতীকে জেতা বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী।

আরও পড়ুন- মেয়েকে পুতুল আর দেওয়া হল না,পথেই খুন নদিয়ার তৃণমূল নেতা,CID তদন্তের দাবি স্ত্রীর

শুক্রবার শুভেন্দু সাক্ষাতের সময় মমতা বন্দ্যোপাধ্যায় শিশির অধিকারী প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি তাঁকে সম্মান করেন। শুভেন্দু অধিকারীর কাছ থেকে বাবার শারীরিক অবস্থারও খোঁজ নেন মমতা। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে খোদ শিশির অধিকারী বলেছেন, ‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভালো থাকুন। ওঁনার মনে হয়েছে, উনি বলেছেন।’ এদিকে এই সাক্ষাৎ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুভেন্দুকে তিনি চা খেতে ডেকেছিলেন। অন্যদিকে, শুভেন্দু নিজেও জানিয়েছেন, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে জানা গিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দুকে ‘ভাইয়ের মতো’ বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এর অনেক আগে থেকেই অবশ্য দলনেত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে তাঁরা ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী৷ ওই কেন্দ্র থেকে অবশ্য জয়ী হয়েছিলেন শুভেন্দু। পরে ভবানীপুর কেন্দ্র থেকে জিতে মুখ্যমন্ত্রীর কুর্সি পাকা করেন মমতা। এরপর জল অনেকদূর গড়িয়েছে। তাই বিধানসভার এই দৃশ্য সত্যিই অবাক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =