কাঁথি: সকাল থেকেই উত্তাপ ছড়িয়ে আছে বাংলার আনাচে কানাচে। ১০৮ পুরসভার ভোটকে কেন্দ্র করে উত্তেজনা প্রবল। সকাল থেকেই জায়গায় জায়গায় অশান্তি এবং সন্ত্রাসের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হিংসা অন্যতম জায়গা শুভেন্দু অধিকারীর গড় কাঁথি। কিন্তু কেন সেখানে এই পরিস্থিতি? ভোট দিয়ে বেরিয়ে তারই ব্যাখ্যা দিলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী।
আরও পড়ুন- সিপিএম-তৃণমূলের মধ্যে ইটবৃষ্টি! খানিকক্ষণ বন্ধ বুথ
শিশির জানাচ্ছেন, নন্দীগ্রামে পরাজয়ের জ্বালা মেটাতেই এখানে এমন হচ্ছে! কালীঘাট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এখানে এমন হয়। সেই নির্দেশ মতোই কাজ হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর আরও অভিযোগ, মিথ্যে মামলা দিয়ে জেলে রাখা হয়েছে কাঁথি কলেজ, কাঁথি পুরসভা এবং কাঁথি সমবায় ব্যাঙ্কে থাকা তাদের কর্মীদের। কাঁথি পুরসভায় অধিকারীদের হারাতে হবে, এই লক্ষ্য নিয়েই এইসব করা হচ্ছে কালীঘাট থেকে। অর্থাৎ তিনি এই ইস্যুতে যে সরাসরি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন তা বলাই বাহুল্য।
এদিন এখানেই আবার অখিল গিরির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা হয়। কাঁথির ১৩নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। সৌমেন্দু আধিকারীর দেহরক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় তাঁর। পাশাপাশি নির্বাচন কমিশনে মৌখিক ভাবে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানান হয় তৃণমূলের তরফে। বুথে বুথে ‘অবৈধভাবে’ ঘুরে বেড়াচ্ছেন তিনি, এই দাবি করে অভিযোগ করা হয়েছে। শেষ তথ্য বলছে, রাজ্যের ১০৮ টি পুরসভায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯.৯১শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে, ৫৯.১৯ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে দার্জিলিংয়ে ৩৬.২২ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত যে ভোটের হার ছিল তাতেও সব থেকে পিছিয়ে ছিল দার্জিলিং। এগিয়ে ছিল পূর্ব মেদিনীপুর।