হাওড়া: শিক্ষক দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য। নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে জানাচ্ছেন প্রতিবাদ৷ কিন্তু, শিক্ষক শিক্ষিকার অভাবে বন্ধ স্কুলের দরজা। বন্ধ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পঠনপাঠন৷
হাওড়া জেলার বাঁকড়ার বরকানমাঠ স্কুলে রয়েছে দু’টি বিভাগ। পড়ুয়া সংখ্যা প্রায় ২৫০-র বেশি। বর্তমানে শিক্ষকের অভাবে প্রাথমিক বিভাগে পঠনপাঠন চালু থাকলেও বন্ধ অন্য বিভাগ। আর এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি স্থানীয়দের।
২০১১ সালে শুরু হয় এই স্কুলের পথ চলা। সে সময় পঞ্চম শ্রেণি পর্যন্ত চলছিল স্কুল। ২০১৪ সালে অষ্টম শ্রেণি পর্যন্ত তৈরি করা হয় স্কুলের কক্ষ। স্বমহিমায় এগিয়ে যাচ্ছিল স্কুলের পঠনপাঠন। হঠাৎ করেই ঘটে ছন্দপতন। স্কুলে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় ক্লাস। দিনের পর দিন বাড়তে থাকে স্কুল ছুটদের পরিমাণ। বর্তমানে শিক্ষকের অভাবে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে এই স্কুল। চারদিক আগাছায় ভরে গেছে। সন্ধ্যা নামলেই বারে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। বসে নেশার আসর। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগের দাবি স্থানীয় বাসিন্দাদের।