জোড়া খুনের পর হাওড়া স্টেশনেই দিব্যি ছিল সত্যেন্দ্র! ছক ছিল রাজ্য ছাড়ার

জোড়া খুনের পর হাওড়া স্টেশনেই দিব্যি ছিল সত্যেন্দ্র! ছক ছিল রাজ্য ছাড়ার

কলকাতা: বাগুইআটির জোড়া খুনের মূল চক্রী সত্যেন্দ্র চৌধুরীকে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল। পরে আদালতে তোলা হলে তাকে সিআইডি হেফাজত দিয়েছেন বিচারক। কিন্তু হাওড়া স্টেশনে কী করছিল সে? সূত্রের খবর, তাকে জেরা করে সিআইডি জানতে পেরেছে, খুনের পর হাওড়া স্টেশনেই দিব্যি ছিল সে। মাত্র ১০ টাকা দিয়েই রাত্রিবাস করছিল, এসির হাওয়াও খাচ্ছিল! সম্প্রতি স্টেশনের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, তাতে হেলেদুলে চলা ফেরা করতে দেখা যাচ্ছে সত্যেন্দ্রকে।

আরও পড়ুন- বাগুইআটির জোড়া খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড সত্যেন্দ্র, হাওড়া স্টেশন থেকে ধরল পুলিশ

সিআইডি জানতে পেরেছে, কোনও বন্ধু বা আত্মীয়ের বাড়িতে নয়, সত্যেন্দ্র এই রাজ্য ছেড়েই চলে যাওয়ার পরিকল্পনা করেছিল। জানা গিয়েছে, মহারাষ্ট্রে চলে যাওয়ার কথা ভেবেছিল সে। তবে তার আগেই হাওড়া স্টেশনে টিকিট কাটতে গিয়ে ধরা পড়ে যায় জোড়া খুনের মূল চক্রী। খুনের পর থেকে সে রাত কাটাচ্ছিল হাওড়া স্টেশনে। সূত্র মারফৎ জানা গিয়েছে, সত্যেন্দ্র সিআইডিকে জানিয়েছে, হাওড়া স্টেশনের যাত্রীদের বিশ্রাম করার জায়গায় রাত কাটাচ্ছিল সে এতদিন। আপাতত ১৪ দিনের সিআইডি হেফাজতে আছে সত্যেন্দ্র। দুই কিশোরকে কেন, কী ভাবে খুন করা হয়েছে তা জানতেই সত্যেন্দ্রকে হেফাজতে নিয়ে জেরা করছে আধিকারিকরা।

জানা গিয়েছে, খুনের পরিকল্পনা কী ছিল, কী অস্ত্র ব্যবহার করা হয়েছিল হত্যার জন্য সব জেরায় জানতে চাইবে তারা। এমনকি ঘটনাস্থলে সত্যেন্দ্রকে নিয়ে গিয়ে ঘটনাটির পুনর্নির্মাণও করা হবে বলে সূত্রের খবর। এদিকে সত্যেন্দ্রের জন্য যে সরকারি আইনজীবী নিয়োগ করা হয়েছিল তিনি আদালতে দাবি করেন তার জামিনের জন্য। বলা হয়, সত্যেন্দ্রই যে খুন করেছে তার কোনও প্রমাণ নেই, কোনও প্রত্যক্ষদর্শী নেই। যদিও সিআইডি যে পাল্টা যুক্তি দিয়েছে তাতেই আদালত গোয়েন্দা সংস্থার অনুকূলে নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =