কলকাতা: সপ্তমীতে রাসবিহারীতে সিপিএমের বইয়ের স্টল ঘিরে যে ঘটনার সূত্রপাত হয়েছিল তার জল অনেক দূর গড়িয়েছে। গ্রেফতার করা হয়েছিল সিপিএম কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ আরও অনেককে। কিন্তু সেই ঘটনা আপাতত অতীত। এবার দশমী উপলক্ষ্যে সিপিএমের বইয়ের স্টলে দেখা গেল তৃণমূল কংগ্রেসের এক সাংসদকে! কাশীপুর-বেলগাছিয়া এলাকার সিপিএম জোনাল কমিটির অফিসে ও গণশক্তির বুক স্টলে হাজির হন শান্তনু সেন।
আরও পড়ুন- বিসর্জনে বিষাদের সুর জলপাইগুড়িতে, হড়পা বানে মৃত বেড়ে আট, এখনও নিখোঁজ বহু
রাসবিহারীতে যে ঘটনা ঘটেছিল তার জন্য অষ্টমীর রাতে প্রতিবাদ সভা ডেকেছিল সিপিএম। যা নিয়েও ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। সিপিএম একাধিক স্টলে ‘তৃণমূল চোর’ বলে স্লোগান লেখে যা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। কিন্তু দশমীর দিন যে চিত্র ধরা পড়ল তাতে রাজনৈতিক সৌজন্যতাই মিলল। তৃণমূল সাংসদ নিজেও সেই কথা বলেছেন। শান্তনু বলেন, সৌজন্য বিনিময় করতে এবং বিজয়ার শুভেচ্ছা জানাতেই তিনি সিপিএম স্টলে গিয়েছিলেন। আসলে এক সময় এই এলাকার কাউন্সিলর ছিলেন তিনি। তাই এলাকা সম্পর্কে ভালোই জানেন শান্তনু।
যদিও এই সাক্ষাৎ নিয়ে সিপিএমকে একহাতও নিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, এক সময় তিনি সিপিএমের হাতে মার খেয়েছেন। এই এলাকা তাদের ডেরা ছিল। কিন্তু এখন তিনি সৌজন্যতা দেখিয়ে এটাই বোঝাতে চান যে তারা বদলার রাস্তায় যাননি।