কলকাতা: পশ্চিমবঙ্গের একমাত্র সংগ্রামী শিক্ষক-শিক্ষাকর্মী সংগঠন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বা STEA ৫২ তম বর্ষে দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছে। আগামী ২৮,২৯ এবং ৩০ ডিসেম্বর ডায়মণ্ডহারবারের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান।
আরও পড়ুন- কাজের প্রাপ্য টাকা মেলেনি! তথ্যমিত্র কেন্দ্রের সামনে বিক্ষোভ, জমা পড়ল ডেপুটেশন
জানান হয়েছে, আগামী ২৮ ডিসেম্বর ডায়মণ্ডহারবারে রবীন্দ্র ভবনের মুক্ত মঞ্চে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শান্তি স্বরূপ ভাটনগর, পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী ডঃ সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। সন্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন মানবাধিকার আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব অধ্যাপক সুজাত ভদ্র, উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী পান্নালাল হালদার (বিধায়ক) ও পৌরপ্রধান প্রণব দাস। সভাপতিত্ব করবেন কবি ও প্রাক্তন শিক্ষক দীপক হালদার।
এই সম্মেলনের বিষয়ে বুধবার, ২১ ডিসেম্বর বেলা ২ টোয় ডায়মণ্ডহারবারে এক প্রেস কনফারেন্স করার উদ্যোগ নেওয়া হয়েছে। সন্মেলনের অভ্যর্থনা কমিটি এবং ‘মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি’র সম্পাদক অনিমেষ হালদার এমনটাই জানিয়েছেন।