SBI গ্রাহক সেবা কেন্দ্র থেকে লক্ষ লক্ষ টাকা উধাও, বিপাকে গ্রাহকরা

SBI গ্রাহক সেবা কেন্দ্র থেকে লক্ষ লক্ষ টাকা উধাও, বিপাকে গ্রাহকরা

মেদিনীপুর:  এবার  SBI  গ্রাহক কেন্দ্র থেকে টাকা লোপাটের অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুর জেলার রামতারক হাট এলাকায় একটি এসবিআই গ্রাহক সেবা কেন্দ্র থেকে টাকা লোপাটের অভিযোগ উঠেছে। গ্রাহক সেবা কেন্দ্রের আধিকারিকদের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, স্থানীয় গ্রাহকরা যে পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা করছিলেন, অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা দেখাচ্ছিল না। ডিপোজিটের থেকে অনেক কম অঙ্কের টাকা তাঁদের অ্যাকাউন্টে দেখাচ্ছিল। এরপরেই গ্রাহকদের সন্দেহ হতে শুরু করে।  জ্যোৎস্না সিং নামের এক গ্রাহক বলেন, তিনি তাঁর অ্যাকাউন্টে এক লক্ষ ৮০ হাজার টাকা জমা করেছিলেন। কিন্তু পাশ বই আপডেট করতে গিয়েই দেখেন ১৮০০ টাকা পড়ে রয়েছে। জ্যোৎস্না সিং জানান, শুধু তিনি নন, আরও বেশ কয়েকজন গ্রাহকের সঙ্গে একই ঘটনা ঘটেছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার আতঙ্কিত অনেক গ্রাহক কেন্দ্রে হাজির হন। পাস বই আপডেট করাতেই চক্ষু চড়কগাছ গ্রাহকদের। অনেকের  জমা করা ডিপোসিটের সঙ্গে অ্যাকাউন্ট ব্যালেন্সের আকাশ পাতাল পার্থক্য। গ্রাহকরা ওই কেন্দ্রের আধিকারিকদের বিরুদ্ধে সরব হয়েছেন। তবে এই বিষয়ে কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই বিষয়ে  কোনও ধরনের মন্তব্য করতে অস্বীকার করেছে। 

ওই কেন্দ্রের অন্য এক গ্রাহক বলেন, আমার অ্যাকাউন্টে এক লক্ষ ৪৭ হাজার টাকা রয়েছে। কিন্তু অ্যাকাউন্ট চেক করতেই দেখি সেখানে মাত্প ১৮ হাজার টাকা রয়েছে। সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে ওই গ্রাহক কার্যত কান্নায় ভেঙে পড়েছেন। অন্য এক গ্রাহক বলেন, তাঁর অ্যাকাউন্টে এক লক্ষ ২০ হাজার টাকা থাকার কথা ছিল। কিন্তু সেখানে বর্তমানে রয়েছে ২০০ টাকা। অবশ্য তিনি বলেন, এই বিষয়ে ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা বলেছেন আবেদন করলে চলে আসবে। সেই উধাও হয়ে যাওয়া টাকা আদৌ আসবে কি না, সেই নিয়ে সন্দেহে রয়েছেন গ্রাহকরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =