পুরভোট মিটতে না মিটতেই শাসকদলের গোষ্ঠীকোন্দল, নেতার বাড়িতে হামলা

পুরভোট মিটতে না মিটতেই শাসকদলের গোষ্ঠীকোন্দল, নেতার বাড়িতে হামলা

02424611fc924858e660a3cdfd34b5b1

 

দমদম: পুরভোট মিটতে না মিটতেই শাসকদলের গোষ্ঠীকোন্দল। তৃণমূল নেতার বাড়িতে হামলা, দমদম থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।

ঘটনাস্থল দক্ষিণ দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষনগর সাধুর মোড়। অভিযোগ, রবিবার গভীর রাতে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ঊষা দেবনাথের লোকজন স্থানীয় তৃণমূল নেতা পেশায় ব্যবসায়ী নান্টু সাহার বাড়িতে আক্রমণ চালায়। বাড়ি ভাঙচুরের পাশাপাশি নান্টু সাহার ৪ বছরের ছোট সন্তানকেও মারধর করে। আতঙ্কে ঘর ছাড়া নান্টু সাহা। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক৷

নান্টু সাহার স্ত্রী ছায়া দাসের অভিযোগ, শাসকদলের লোকজন এসে তাদের বাড়ি ভাঙচুর করে। এমনকি তার ছোট সন্তানকে মারধর করে। তার স্বামীও তৃণমূল করে। কেন ভাঙচুর চালালো তারা জানে না। গোটা ঘটনার পরে রীতিমতো আতঙ্কের ছায়া তৃণমূল পরিবারের চোখেমুখে। শুধু তাই নয় স্থানীয় পার্টি অফিসেও ভাঙচুর চালানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, এলাকায় শাসকের দুটি গোষ্ঠী সক্রিয়৷ একটি পক্ষ প্রার্থী অসন্তোষ নিয়ে পথে নেমেছিল৷ ভোট মিটতেই তাই হামলা শুরু৷ যদিও এবিষয়ে এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেই অর্থে এখনও কোনও প্রতিক্রিয়া দিতে চাননি৷ তবে গোটা ঘটনাকে ঘিরে এলাকার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে৷ সাধারণ মানুষের কথায়, ভোট মিটেছে, এবার অন্তত এলাকায় শান্তি ফিরুক৷ পুলিশি সক্রিয়তার দাবি জানিয়েছেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *