৪ বছরেও আদালতের নির্দেশ কার্যকর নয়! মুখ্য ও অর্থ সচিবের বিরুদ্ধে রুল ইস্যু হাই কোর্টের

৪ বছরেও আদালতের নির্দেশ কার্যকর নয়! মুখ্য ও অর্থ সচিবের বিরুদ্ধে রুল ইস্যু হাই কোর্টের

কলকাতা: চার বছরেও কেন আদালতের নির্দেশ কার্যকর করা হল না?  রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবের বিরুদ্ধে রুল ইস্যু করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দেন বিচারপতি শেখর ববি শারাফের সিঙ্গল বেঞ্চ।

আরও পড়ুন- ৪৮ ঘণ্টায় সাড়ে তিনলক্ষ কোটি টাকার বিনিয়োগ! জানালেন মুখ্যমন্ত্রী

 
এর আগে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশে বলা হয়েছিল, নোবেল মিশন নামে একটি স্কুলকে সরকারি অনুদান দিতে হবে। ২০১৮ সালে নোবেল মিশন স্কুলকে সরকারি অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ ওই  মামলার শুনানির পর এই বিষয়ে অনুমোদন দিয়েছিল রাজ্যের মাস এডুকেশন ডিপার্টমেন্ট৷ কিন্তু অনুদান পাওয়াটা নির্ভর করবে ফিন্যান্স সেক্রেটারির অনুমোদনের ওপর। 

২০১৮ সালেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রাজ্যকে ছয় সপ্তাহ সময় দিয়েছিল অনুমতি দেওয়ার জন্য। কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি। ২০১৯ সালে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। তারপর থেকে অনুমতি দেওয়া নিয়ে সময় গড়াতি থাকে৷ এদিন বিরক্ত হয়েই আদালত রাজ্যের দুই আমলার বিরুদ্ধে রুল জারি করে।