পুলিশের বিরুদ্ধেই অভিযোগ! এবার হাইকোর্ট গেলেন রোদ্দুর রায়

পুলিশের বিরুদ্ধেই অভিযোগ! এবার হাইকোর্ট গেলেন রোদ্দুর রায়

কলকাতা: পুলিশি হেনস্থা নিয়ে এবার সরব হলেন ইউটিউবার রোদ্দুর রায়। কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন তিনি। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে মামলা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসিত, কুরুচিকর মন্তব্যে রাজ্যের একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই এফআইআর খারিজের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি।

আরও পড়ুন- রাজ্যপাল সই না করলে শিশুসুলভ আচরণ হবে, আচার্য বিল নিয়ে কটাক্ষ চন্দ্রিমার

কিছুদিন আগেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন রোদ্দুর রায়। একাধিক শর্তে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। জানান হয়, রোদ্দুরকে ভিডিও করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জাতীয় পতাকার অপমান করার জন্য তাঁকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। উল্লেখ্য, ৭ জুন, গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। ৯ জুন থেকে তিনি পাঁচদিন পুলিশ হেফাজতে ছিলেন। এরপর আবার সেই হেফাজত তাঁর বাড়ে। জাতীয় পতাকার অবমাননার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করার অভিযোগ উঠেছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে।

জেলের অন্য বন্দিদের তিনি যে খুব ‘অত্যাচার’ করেছেন সেই অভিযোগ উঠেছিল। রাতে তাদের জাগিয়ে গান শোনান তিনি, দেন ‘মোক্সাবাদের’ পাঠ। এমনটাই জানিয়েছিল বন্দিরা। দাবি করা হয়েছিল, রাত হলেই রোদ্দুর রায় তাদের ডেকে ডেকে তুলে দিতেন। বলতেন, রাতে কেউ শোয়ে না, জেগে থাকে! তারপর গান শোনাতেন অশ্লীল ভাষায়, চিৎকার করতেন। ধমক দিলেও থামতেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =