কলকাতা: একটি মামলায় জামিন পেলেন বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়। দু’হাজার টাকার বন্ডে রোদ্দূরকে জামিন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে কু-মন্তব্য মামলায় তাঁকে সোমবার অন্তর্বর্তী জামিন দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। তবে এখনই হেফাজত মুক্ত হচ্ছেন না তিনি। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় জামিন মঞ্জুর হলেও বটতলা থানার মামলা প্রসঙ্গে এখনও কিছু জানায়নি আদালত। এদিকে পৃথক একটি মামলায় নতুন করে গ্রেফতার করা হয়েছে রোদ্দুর রায়কে।
আরও পড়ুন- উত্তরে ঢুকেছে মৌসুমী বায়ু, দক্ষিণে ভ্যাপসা গরম, নিস্তার মিলবে কবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করার জন্য তিনি গ্রেফতার হন। তবে শুধু তাদের বিরুদ্ধে নয়, দেশ, দেশের সংবিধান, সেনা এবং পুলিশকেও গালি দেন তিনি এক ভিডিওতে। তাঁর রোষ থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। রোদ্দুরের সর্বশেষ ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও নিশানায় ছিলেন মন্ত্রী ববি হাকিম। গায়ক কেকে’র মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাদের তো বটেই, গায়ক রূপঙ্কর বাগচীকেও চরম আক্রমণ করেন তিনি। নেটাগরিকদের অনেকে তাঁর বক্তব্যের সঙ্গে একমত হলেও ভাষার সঙ্গে একমত হতে পারেননি।
গত ৮ জুন গোয়া থেকে গ্রেফতার করা হয়েছিল রোদ্দুর রায়কে। তার ঠিক পরের দিন থেকেই পুলিশ হেফজতে আছেন তিনি। এর আগে দু’বার তাঁর জামিনের আর্জি নাকচ করেছিল আদালত। কিন্তু আজ একটি মামলায় জামিন পেলেন তিনি। কিন্তু জেল মুক্তি তাঁর কবে ঘটবে এখনও তা স্পষ্ট নয়।