ভাগ্যের চাকা ঘুরল! অবশেষে জামিন পেলেন রোদ্দুর

ভাগ্যের চাকা ঘুরল! অবশেষে জামিন পেলেন রোদ্দুর

046d6f2c24a5ec2ee2a9fd9103f1862c

কলকাতা: এবার সত্যিই বাড়ি ফেরার পালা। জামিন পেলেন বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়। শর্তসাপেক্ষে আজ তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। পাটুলি, হেয়ার স্ট্রিট, চিৎপুর, লেক ও বটতলা থানায় মামলা হয় তাঁর বিরুদ্ধে। বাকি মামলাগুলো থেকে আগেই জামিন পেয়েছিলেন তিনি। তবে বটতলা মামলায় রায় বাকি ছিল। আজ সেটাতেও মিলল জামিন। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে চলেছেন রোদ্দুর রায়।

আরও পড়ুন- রাজ্যপাল সই না করলে শিশুসুলভ আচরণ হবে, আচার্য বিল নিয়ে কটাক্ষ চন্দ্রিমার

সূত্রের খবর, একাধিক শর্তে আজ তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। জানান হয়েছে, রোদ্দুরকে ভিডিও করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জাতীয় পতাকার অপমান করার জন্য তাঁকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। এর আগে একাধিকবার তাঁর জামিনের জন্য আইনজীবী আবেদন করলেও তা মেলেনি। উলটে তাঁর পুলিশি হেফাজত বাড়তে থাকে। কিন্তু আজ অবশেষে রোদ্দুর ভাগ্যের চাকা ঘুরল। উল্লেখ্য, ৭ জুন, গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। ৯ জুন থেকে তিনি পাঁচদিন পুলিশ হেফাজতে ছিলেন। এরপর আবার সেই হেফাজত তাঁর বাড়ে। জাতীয় পতাকার অবমাননার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করার অভিযোগ উঠেছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে।

জেলের অন্য বন্দিদের তিনি যে খুব ‘অত্যাচার’ করেছেন সেই অভিযোগ উঠেছিল। রাতে তাদের জাগিয়ে গান শোনান তিনি, দেন ‘মোক্সাবাদের’ পাঠ। এমনটাই জানিয়েছিল বন্দিরা। দাবি করা হয়েছিল, রাত হলেই রোদ্দুর রায় তাদের ডেকে ডেকে তুলে দিতেন। বলতেন, রাতে কেউ শোয়ে না, জেগে থাকে! তারপর গান শোনাতেন অশ্লীল ভাষায়, চিৎকার করতেন। ধমক দিলেও থামতেন না। এবার এই জামিনে তারাও হয়তো ‘মুক্ত’ হলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *