দিনে দুপুরে অ্যাক্সিস ব্যাঙ্কে ডাকাতি, টাকার বস্তা সহ গ্রেফতার ৩ ডাকাত

দিনে দুপুরে অ্যাক্সিস ব্যাঙ্কে ডাকাতি, টাকার বস্তা সহ গ্রেফতার ৩ ডাকাত

ফরাক্কা: ভরদুপুরে মুর্শিদাবাদের ফরাক্কায় অ্যাক্সিস ব্যাঙ্কে ‘ডাকাতি’৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ৷ জানা গিয়েছে, বেলা ১টা নাগাদ গ্রাহক সেজে ফারাক্কায় অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় ঢোকে ৪ দুষ্কৃতী৷ তার পর আসল রূপ ধারণ করে৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মীদের এক পাশে নিয়ে যায় দুষ্কৃতীরা৷ বার করে দেওয়া হয় গ্রাহকদের৷ এর পর শাটার নামিয়ে শুরু হয় অপারেশন৷ ব্যাঙ্ক থেকে প্রচুর পরিমাণ টাকা লুঠ করে পালায় ডাকাতের দল৷ ব্যাঙ্কে লুঠপাট চালিয়ে তারা ঝাড়খণ্ডের দিকে  চম্পট দেয় বলেই অনুমান৷ কত টাকা লুঠ হয়েছে, সেই হিসাব করে দেখছেন ব্যাঙ্ক কর্মীরা৷ কয়েক কোটি টাকা ডাকাতি হয়েছে বলেই প্রাথমিক অনুমান৷ 

আরও পড়ুন- রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা চান রাজ্যপাল, মমতাকে চিঠি

এদিকে, খবর পেয়ে ব্যাঙ্কে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা৷ ব্যাঙ্ক থেকে বেরিয়ে দুষ্কৃতীরা যে পথে পালায়, সেই পথেই তাদের ধাওয়া করে পুলিশ৷ ইতিমধ্যেই জঙ্গিপুর পুলিশের তরফে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে৷ দুষ্কৃতীদের হাতেনাতে ধরতে গোটা ফারাক্কা জুড়ে শুরু হয় নাকা চেকিং৷ অবশেষে টাকার বস্তা সহ পুলিশের জালে ধরা পরে ৩ ডাকাত৷  

জানা গিয়েছে, আকস্মিক ঘটনায় গ্রাহকরা একেবারে হকচকিয়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে কিছু বুঝতে না পারলেও, পরে  কয়েকজন বাধা দিতে এলে তাঁদের দিকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধেয়ে আসে দুষ্কৃতীরা৷