শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে সিকিমের একাধিক জায়ায় ধস নেমেছে। যার ফলে একাধিক জায়গায় রাস্তা ভেঙে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। ব্রিজ ভেঙে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে ব্যাপত যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর পাওয়া গিয়েছে, সিকিমে পকিয়ঙের কাছে ধস নেমেছে। সিকিমের পাচ এলাকা থেকে ধস নামার খবর পাওয়া গিয়েছে। লিংশাখায় ধসের জেরে একটি ব্রিজ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। যার জেরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কে দুটো ধস নামার খবর পাওয়া গিয়েছে। শিলিগুড়ি থেকে ১০ নম্বর জাতীয় সড়ক ধরে ধীর গতিতে যান চলাচলেক নির্দেশ দেওয়া হয়েছে। যার জেরে সিকিম থেকে শিলিগুড়ির রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কে প্রায় ২৩ মাইল ধরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে। যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে কালিম্পংয়ের লিনশাখা এলাকায় প্রবল বৃষ্টির জেরে ধসের খবর পাওয়া গিয়েছে। যার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে এলাকায়। নদীর বাঁধ ভেঙে গিয়েছে। যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক আর বিমপ্লা জানিয়েছে, ৭১৭ নম্বর জাতীয় সড়কে একাধিক ধসের খবর পাওয়া গিয়েছে। এছাড়াও অন্য কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যে সব রাস্তায় ধস নেমেছে, সেখানে দ্রুত রাস্তা সারাই করে গাড়ি যাতায়াত চালু করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে, প্রবল বৃষ্টি ও ধসের জেরে সিকিমে কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন পর্যটকরা। প্রবল বৃষ্টির জেরে পর্যটন এলাকাগুলো কার্যত জনশূন্য। হোটেল বন্দি হয়েই পর্যটকদের ছুটি কাটাতে হচ্ছে। বৃষ্টি বাড়লেই সিকিমে ধসের পরিমাণ বাড়ে। পরিস্থিতি মোকাবিলা করতে বর্ডার রোড অর্গানাইজেশনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।