চিটফান্ডে যুক্ত নই, ফাঁসানো হচ্ছে! দাবি করলেন রাজু

চিটফান্ডে যুক্ত নই, ফাঁসানো হচ্ছে! দাবি করলেন রাজু

কলকাতা: চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। শুক্রবার রাজুর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। জানা গিয়েছে, ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে। শনিবার রাজু সাহানিকে নিয়ে যাওয়া হয়েছে আসানসোলের সিজিএম আদালতে। তবে রাজু দাবি করছেন যে তিনি নির্দোষ। তিনি চিটফান্ডের সঙ্গে যুক্ত নন।

আরও পড়ুন- চাকরির নামে প্রতারণার করে ফেরার পার্থ-ঘনিষ্ঠ তৃণমূল নেতা! টাকা ফেরাচ্ছেন দলেরই এক উপপ্রধান

গতকাল হালিশহর পুরসভার চেয়ারম্যানের নিউটাউনের ফ্ল্যাট থেকে মিলেছে প্রায় ৮০ লক্ষ টাকা। এত টাকা তিনি কোথায় পেলেন, এই টাকার উৎস কী, সেই ব্যাপারে কিছুই জানাতে পারেননি রাজু। সেই প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। গোয়েন্দা সূত্রে খবর, বিপুল পরিমাণ নগদ অর্থই নয় রাজু সাহানির বাড়ি থেকে খোঁজ মিলেছে থাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও। সেখানেও তিনি কিছু টাকা পাঠিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। যদিও রাজু দাবি করছেন, তদন্ত এগোলে সব প্রমাণ হয়ে যাবে যে তিনি চিটফান্ডের সঙ্গে যুক্ত নন। তাঁর এও অভিযোগ, তাঁকে ফাঁসানো হচ্ছে। উল্লেখ্য, টাকা ছাড়াও রাজুর বাড়ি থেকে উদ্ধার হয় দেশি পিস্তল।

এদিকে এই গ্রেফতারির পরই তৃণমূল সরকারকে তোপ দেগেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, বাংলার মানুষ চাইছেন এইসব নিয়ে তদন্ত দ্রুত শেষ হোক। আর এই তদন্তের ফলেই আস্তে আস্তে অর্ধেক দলটাই জেলে চলে যাবে। অনেক নেতা-মন্ত্রীরাও জেলে যাবেন বলে দাবি করেছেন দিলীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + eighteen =