কলকাতা: আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টি হবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে গরমের অস্বস্তি যে থাকবেই সেটাও স্পষ্ট করা হয়েছিল। কিন্তু আজ বড় আপডেট পাওয়া গেল হাওয়া মহল থেকে। জানান হল, আগামী কয়েক দিন ধরে বৃষ্টি চলবে রাজ্যে। আর মাত্র দুই দিনের মধ্যেই দেশে বর্ষা ঢুকতে চলেছে! তবে তার আগে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি হবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ‘তুমি তোমার জামাইকে নিয়ে থাকো, আমি চললাম’, মাকে বলেছিলেন মঞ্জুষা
হাওয়া অফিস বলছে, শনিবার থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হবে মাঝারি বৃষ্টিপাত। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান সহ একাধিক জেলা রয়েছে এই তালিকায়। পাশাপাশি উপকূলের জেলাগুলি এবং উত্তরবঙ্গেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হঠাৎ এত বৃষ্টি কেন? জানা গিয়েছে, বর্তমানে একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে দক্ষিণ-বিহার পর্যন্ত এবং আরও একটি অক্ষরেখা রয়েছে নেপাল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত। এর কারণেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগেই জানা গিয়েছিল, আগামী দু-তিনদিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে। সেই রাজ্যে এখন প্রাক বর্ষার বৃষ্টি চলছে। তার কারণেও মোটামুটিভাবে আকাশের মুখ ভার থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বাংলায়।
তবে বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তি থাকবে বলেও সতর্ক করা হয়েছে। এক কথায়, গরম এই মুহূর্তে আর কমছে না। আবহাওয়া দফতর বলছে এই অবস্থায় শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে। কলকাতা এবং তার আশেপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।