কলকাতা: চরম অস্বস্তি নিয়ে রবিবার শুরু হয়েছে কলকাতায়। এদিন সকালে শহরের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন ধরে অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস হয়েছে। তবে এখনই দক্ষিণবঙ্গের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে। সঙ্গে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই দিন তাপমাত্রা বাড়বে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী ২৪ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার রাতে কলকাতা ও তৎসংলগ্ন এলাকাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হয়েছে। আলিপুর দুয়ার ও কোচবিহারে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, মৌসম ভবনের তরফে জানানো হয়েছিল, কেরলে বর্ষা স্বাভাবিকের থেকে কয়েকদিন আগেই ঢুকবে। মৌসনম ভবন জানিয়েছিল, ২৭ মে কেরলে বর্ষা ঢুকবে। কেরলেই প্রথম বর্ষা আসে। পরে সেই বর্ষা সারা দেশে ছড়িয়ে পড়ে। তবে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, কেরলে বর্ষা ঢুকতে তিন চার দিন সময় লাগবে। কেরলের বর্ষা ঢোার স্বাভাবিক সময় ১ জুন। অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যে ৮ জুন বর্ষা প্রবেশ করতে পারে।