প্রাথমিক টেট ২০১৪ দুর্নীতিতে জনস্বার্থ মামলা, বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের AG

প্রাথমিক টেট ২০১৪ দুর্নীতিতে জনস্বার্থ মামলা, বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের AG

high-court-ssc-case-hearing-commission-faces-question

 কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির রহস্যভেদে সিবিআই এবং ইডি তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রাথমিক টেট ২০১৪কে নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ কিন্তু, এই জনস্বার্থ মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রোনাথ মুখোপাধ্যায়৷ এদিন তিনি আদালতে এই জনস্বার্থ মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ২০১৪সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে ফল প্রকাশিত হয়৷ ২০১৯ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। তাঁর প্রশ্ন, ৫-৬বছর কেটে যাওয়ার পর কেন জনস্বার্থ মামলা দায়ের করা হল? যিনি মামলা দায়ের করেছেন তিনি শিক্ষক নন, তিনি পরীক্ষার্থী নন,তাহলে কেন এই মামলা? শুধুমাত্র প্রচারে আসার জন্য এই ধরণের মামলা বলেও উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত,  সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে এবং নিষ্পত্তি হয়ে গিয়েছে।

আরও পড়ুন- বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছেলেরও

এর পরেই প্রধান বিচারপতি বলেন, এই ধরণের মামলা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে চলছে। এজি বলেন, এই ধরণের মামলা খারিজ করেছেন আপনি। এই মুহূর্তে ৩০ হাজার চাকরিপ্রার্থী তাঁরা চাকরি করছেন।  উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলা করা হয়েছে৷ এটা প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের বিষয়। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষক নিয়োগ মামলা৷ যা ৬বছর অতিক্রান্ত।