ধনখড় সরতেই বাড়িতে কালী পুজোর আয়োজন প্রসূনের

ধনখড় সরতেই বাড়িতে কালী পুজোর আয়োজন প্রসূনের

50e8e6286972347f629364ac954c0102

হাওড়া: অবশেষে মেঘ কাটতে চলেছে হাওড়া ও বালি পুরসভার৷ রাজ্যপালের পদ থেকে জগদীপ ধনখড় সরতেই তেমন আশা শুরু হয়েছে শাসক শিবিরে৷ বস্তুত, দীর্ঘ কয়েক বছর ধরে হাওড়া ও বালির পুরভোট থমকে রয়েছে। বিলে সই না করে রাজ্যপালের অনড় মনোভাবের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল হতেই এই খুশিতে বাড়িতে বসে কালীপুজো করবেন বলে মন্তব্য করলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়।

সোমবার রাতে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। জগদীপ ধনখড়কে রাজ্যপাল নয়,  বিজেপি নেতা বলেও কটাক্ষ করেন তিনি। এরপরই জানান, এবার অশুভ শক্তির বিদায় হল৷ তাই মা কালীকে পুজো দেব৷

শাসক শিবিরের মতে, পরবর্তী রাজ্যপাল যেই হোক না কেন, ধনখড়ের মতো একপেশে হবেন না৷ ফলে সেক্ষেত্রে হাওড়া ও বালি পুরসভার জট শীঘ্রই কেটে যাবে বলে মনে করছেন তাঁরা৷ বস্তুত, রাজ্যের বাকি পুরসভার ভোট সম্পন্ন হলেও হাওড়া ও বালি পুরসভার বিল রাজ্যপাল সই না করায় সেটি আটকে রয়েছে৷ অচিরেই এই সমস্যার সমাধান হবে বলেই মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *