বাঁকুড়া: ‘আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতে দিল্লির লাল কেল্লায় যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশের দায়িত্ব নিয়ে দেশকে পথ দেখাবেন সেদিন বাঁকুড়া পুলিশ লাইনে সমস্ত পুলিশ কর্মী, সিভিক ভল্যান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড ও তাদের পরিবারের লোকেদের নিয়ে বড় সভা করা হবে’, ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ পুলিশ সংগঠনের কনভেনর বিজিতাশ্ব রাউৎ।
রবিবার বাঁকুড়া পুলিশ লাইনে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির দ্বিতীয় সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ঘোষণা করেন। একই সঙ্গে তিনি আরো বলেন, ‘‘আর এটা যদি দালালি হয় তাহলে সেই দালালি পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি সারা জীবন করে যাবে৷’’ একই সঙ্গে রাজ্য সরকারের ‘ভালো কাজের’ প্রচার পুলিশ কর্মীদের করার নিদান দেন তিনি।
এদিন বিশ্বজিৎ রাউৎ তাঁর দীর্ঘ বক্তব্যে নাম করেই বিধানসভার বিরোধী দলনেতা, বিজেপির শুভেন্দু অধিকারিকে এক হাত নেন। তিনি বলেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে। কয়েক দিন আগে বিজেপির শুভেন্দু অধিকারী সিভিক ভল্যান্টিয়ারদের মনোবল ভাঙার জন্য, সমাজের চোখে ছোট করার জন্য বিভিন্নভাবে ‘উস্কানী’ দিচ্ছিলেন।’’ তবে তাদের ওই উস্কানীতে কান না দিয়ে সরকারের পাশে থাকার আবেদন জানান তিনি।
এদিন উপস্থিত পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ মঞ্চের রাজ্য কনভেনর শান্তনু সিনহা বিশ্বাস নাম না করে শুভেন্দু অধিকারীকে কন্টাইতে গিয়ে কড়া জবাব দেওয়ার কথা ঘোষণা করেন। ভোটে হেরে গিয়ে কেউ কেউ ‘পাগল’ হয়ে গেছে। আর সে কামড়ালে জলাতঙ্ক হবে। যা কোন ওষুধে সারবে না বলে তিনি জানান। একই সঙ্গে পুলিশ কর্মীদের ‘মা’ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সবাইকে থাকার আবেদন জানান তিনি। আগামী দিনে দেশের পথপ্রদর্শক এরাজ্যের মুখ্যমন্ত্রী যতোদিন ক্ষমতায় থাকবেন সবার চাকরী সুরক্ষিত বলে তিনি জানান। এদিনের এই কর্মসূচীতে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলার শাসক দলের বিধায়করা উপস্থিত ছিলেন।