বাড়ছে পকেটমারি, চলন্ত বাসে বানজারা গ্যাং

বাড়ছে পকেটমারি, চলন্ত বাসে বানজারা গ্যাং

6c8fd654c2776c74f430426791df1ea8

কলকাতা: ফের প্রকাশ্যে বানজারা গ্যাং। বাসের মধ্যে পকেটমারি করতে গিয়ে পুলিশের জালে দুই বাচ্চা এবং দুই মহিলা। দুই মহিলাকে গ্রেফতার করলো লেকটাউন থানার পুলিশ। গতকাল বাগবাজারের একটি স্কুলের শিক্ষিকা লেকটাউন থানায় ফোন করে অভিযোগ জানান যে তিনি বাগবাজার থেকে লেকটাউন গামী একটি বাসে ওঠেন।

তবে লেক টাউন এসে তিনি দেখতে পান তার ব্যাগে কোনও টাকা নেই। শিক্ষিকার অভিযোগ তার ১৫ হাজার টাকা বেতন পকেটমারি হয়েছে। বাসের যাত্রীরা সেই পকেটমার সন্দেহে দুই মহিলাকে আটকে রাখে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দুই মহিলাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের নাম পূজা বেদ, পিংকি বেদ৷ ধৃত দুই মহিলাকে পাকড়াও করে দলের বাকি সদস্যদের হদিশ পেতে চাইছে পুলিশ৷ চলছে তদন্ত৷

পুলিশ সূত্রে খবর, এটি বানজারা গ্যাং। মূলত বাচ্চাদের সঙ্গে এরা ভিড় বাসে উঠে পকেটমারি করে। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। ফিল্মি কায়দায় কোলে বাচ্চা নিয়ে বাসে উঠে ভিড়ে মিশে যাওয়া৷ তারপরে হাতযশের মহিমায় সহযাত্রীর পকেট খালি করে দেওয়ার কৌশল! বাসের মধ্যে বেশ ভালই ব্যবসা ফেঁদে বসেছিলেন দুই মহিলা৷ যার ফলে, প্রতিদিনই কোনও না কোনও সহযাত্রীর পকেট খালি হচ্ছিল৷ তবে বানজারা গ্যাংয়ের ফেঁদে বসা এই ব্যবসার শেষ রক্ষা হল না৷ ধরাই পড়তে হল পুলিশের হাতে৷ কলকাতার উপকন্ঠে বাগবাজার রুটে চলন্ত বাসে দুই মহিলা পকেট মার ধরা পড়ার ঘটনায় বাসযাত্রীদের মধ্যে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *