সাপ নিয়ে খেলা, সাপের ছোবলে লুটিয়ে পড়লেন ‘মনসা পালা গানে’র গাইয়ের!

সাপ নিয়ে খেলা, সাপের ছোবলে লুটিয়ে পড়লেন ‘মনসা পালা গানে’র গাইয়ের!

ক্যানিং: সাপ নিয়ে খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে লুটিয়ে পড়লেন ‘মনসা পালা গান গাইয়ে! ভাসান পালা শেষ হল না গোপাল অধিকারীর, বয়স ৪১ বছর। তার বাড়ি ক্যানিং থানার থুমকাঠি এলাকায়।

এদিন পিয়ালি এলাকায় দর্শকদের আরও বেশি আকর্ষিত করতে সাপ নিয়ে অভিনয় করে পালা গান গাওয়ার সময় কেউটের ছোবল খায় গোপাল অধিকারী। তাকে স্থানীয় মানুষজন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। যেখানে চলে তার চিকিৎসা। চিকিৎসকরা ২৫টি এভিএস সহ অন্যান্য ওষুধ দেওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। প্রায় ঘণ্টা তিনকের মধ্যে চিকিৎসকরা গোপাল অধিকারীকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ ডাঃ সমরেন্দ্রনাথ রায় বলেন, সাপে কাটা রোগীকে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করা হয়। সাপে কাটা রোগীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলে মাঠে ঘাস কাটার সময় সাপে কাটে। কিন্তু পরের খোঁজ খবর নিয়ে শোনা যায় সাপে কাটা রোগী চম্পাহাটি পিয়ালির দিকে মনসা পালা গানে সাপ নিয়ে গাইয়ের সময় এই ঘটনা ঘটে। তবে সাপে কাটা রোগীকে বাঁচানো যায়নি। তিনি আরও বলেন, বেশ কয়েক বছর আগে চম্পাহাটিতে এমনি মনসা পালা গানে সাপ নিয়ে গাইয়ের সময় সাপের কামড় খেয়ে ছিল প্রণব নামে একজন। তবে সে চিকিৎসায় বেঁচে গিয়ে ছিল। আমি সকলকে অনুরোধ করব এমন ধরনের কাজ করবেন না। আরও বেশি করে সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 14 =