ব্রেকিং: CBI মুখোমুখি হতেই হবে পার্থকে, ডিভিশন বেঞ্চেও মিলল না রক্ষা

ব্রেকিং: CBI মুখোমুখি হতেই হবে পার্থকে, ডিভিশন বেঞ্চেও মিলল না রক্ষা

4e1d213eee46d192c28f0d911b55d7e3

কলকাতা: প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর পর এবার ডিভিশন বেঞ্চে ধাক্কা খেলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়ম মেনে মামলা ফাইলিং না হওয়ায় মামলা শুনতে রাজি নন ডিভিশন বেঞ্চের বিচারপতি। পার্থ চট্টোপাধ্যায়ের মামলা না শুনেই এজলাস ছাড়লেন বিচারপতি হলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত৷ ফলে, আজ মামলার শুনানি না হওয়ায় সিবিআইয়ের মুখোমুখি হওয়া ছাড়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর হাতে আর কোনও বিকল্প পথ খোলা নেই বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু ফাইলিংয়ে সমস্যা থাকায় সেই মামলা গ্রহণ হয়নি আদালতে৷ ফলে, ডিভিশন বেঞ্চ থেকে কোনও রক্ষাকবচ পাননি তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

বুধবার সকালে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আজ অর্থাৎ বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যেই নিজাম প্যালেসে গিয়ে তাঁকে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হতে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থের আইনজীবী। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এসএসসি উপদেষ্টা কমিটির সদস্যরাও। কিন্তু পার্থের এই আবেদন শুনতে রাজি হননি ডিভিশন বেঞ্চের বিচারপতিরা৷ এই মামলা না শুনেই এজলাস ছাড়েন বিচারপতি। বিচারপতি হরিশচন্দ্র এজলাস ছাড়ার পর এই মামলার বিচারপতি হন রবীন্দ্রনাথ সামন্ত। কিন্তু তিনিও সিবিআই হাজিরা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে স্বস্তি দিতে পারেননি।

অন্যদিকে জানা যাচ্ছে ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পরেই নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরাকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রস্তুতি। হাতে যেহেতু এক ঘণ্টারও কম সময় তাই ইতিমধ্যেই নিজাম প্যালেস চত্বরে নিরাপত্তা বাড়ানোর কাজ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *