সিবিআইয়ের জেরার পর প্রথম প্রতিক্রিয়া পার্থের, দলীয় কর্মীদের উদ্দেশে কী বললেন তিনি?

সিবিআইয়ের জেরার পর প্রথম প্রতিক্রিয়া পার্থের, দলীয় কর্মীদের উদ্দেশে কী বললেন তিনি?

কলকাতা:  এসএসসি কেলেঙ্কারি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আগামী সপ্তাহে ফের তলব করেছে সিবিআই। এই পরিস্থিতিতে ফেসবুকে তৃণমূলের একাংশ সিবিআইয়ের ভূমিকার ক্রমাগত বিরোধিতা করে চলেছেন। তাঁরা বার বার পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে সওয়াল করছেন। তাঁদেরকেই বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। 

দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্য করে ফেসবুকে একটি পোস্ট করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি ফেসবুকে দলীয় কর্মী সমর্থকদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন। ফেসবুকে পার্থ চট্টোপাধ্যায় লেখেন, অতি উৎসাহী হয়ে ফেসবুককে কেউ কেউ হোক প্রতিবাদ নাম করে পোস্ট করছেন। অবিলম্বে এই পোস্টগুলো সরিয়ে ফেলুন। মা মাটি মানুষ সরকারের উন্নয়নের ১১ বছরের এর সমর্থনে মিছিল। সেখানে অন্য কোনও বিষয় যেন না আসে। আমি সংশ্লিষ্ট সমস্ত কর্মীদের কাছে আবেদন জানালাম। 

পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই তলবের পর থেকেই তৃণমূলের কর্মী ও সমর্থকদের একাংশ ফেসবুকে হোক প্রতিবাদ বলে পোস্ট করেছেন। সেগুলো সরিয়ে ফেলার আবেদন জানিয়েই তিনি ফেসবুকে পোস্ট করেছেন। তবে বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা, পরিস্থিতি বুঝেই ফেসবুকে এই ধরনের পোস্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বলে প্রতিবাদ হয়, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। বর্তমানে তৃণমূল সেই ধরনের কোনও ঝুঁকি নিতে চাইছে না। 

তবে এসএসসি কেলেঙ্কারী মামলায় পার্থ চট্টোপাধ্যায় জটিল অবস্থানে রয়েছেন। ইতিমধ্যে একবার সিবিআই জিজ্ঞাসাবাদ করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। আগামী সপ্তাহে ফের তাঁকে তলব করা হয়েছে। সিবিআই যাতে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেয়, সেই কারণে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন। কিন্তু সেখানে বিশেষ সুবিধা পার্থ চট্টোপাধ্যায় করতে পারেনি। হাইকোর্টের তরফ থেকে তিনি কোনও রক্ষা কবচ পাননি। ফলে গোয়ান্দেরা চাইলে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =