কলকাতা: মন্ত্রী পরেশ অধিকারীর পর দ্বিতীয়বার তলব করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ আগামী সপ্তাহে সিবিআউই দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ তাঁর কাছ থেকে আরও তথ্য জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তাঁর প্রথমবারের বয়ান খতিয়ে দেখার পরেই দ্বিতীয়বার তলব করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷
আরও পড়ুন- সুপ্রিম কোর্ট নয়, কলকাতা হাই কোর্টেই আস্থা পার্থর, ডিভিশন বেঞ্চকে জানালেন কল্যাণ
কেন দ্বিতীয়বার তলব? সিবিআই সূত্রে খবর, প্রথম দিন এসএসসি’র উপদেষ্টা কমিটি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে৷ কী ভাবে অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র দেওয়া হচ্ছিল? তিনি কি এই বিষয়ে কিছু জানতেন না? কেন পদক্ষেপ করেননি? এই প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় যা জানিয়েছিলেন, সেটাই নতুন করে সিবিআই-কে ভাবাচ্ছে৷ তিনি বলেছিলেন, হ্যাঁ, শিক্ষামন্ত্রী ছিলাম৷ কমিটিও গঠন করেছিলাম৷ কিন্তু কমিটির কাজের উপর আমার কোনও নিয়ন্ত্রণ ছিল না৷ অর্থাৎ তাঁর দফতরে যে কমিটি কাজ করছে, সেই কমিটির উপরই তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না৷ এখানেই সবচেয়ে বড়ে খটকা সিবিআই-এর৷ তাহলে কারা এই কমিটিকে নিয়ন্ত্রণ করছিল? কাদের কাছ থেকে নির্দেশ আসছিল? কাদের কথায় অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছিল? প্রাক্তন শিক্ষামন্ত্রী কিন্তু সমস্ত দায়ই এড়িয়ে গিয়েছেন৷ তিনি তদন্তকারী অফিসারদের এও বলেন, আপনারা নোটশিটে দেখে নিন কী ভাবে কমিটি গঠন করা হয়েছিল, কী ভাবে কমিটি কাজ করছিল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>