কলকাতা: স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আজ সন্ধে ৬টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আবেদন করতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসএসসি উপদেষ্টা কমিটির পাঁচ সদস্য৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সহ রকম সাহায্য করতে হবে৷ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে তিনি সিবিআই দফতরে না পৌঁছলে তাঁকে হেফাজতে নিতে পারবে সিবিআই। বুধবার এই নির্দেশ দেওয়ার পর বিচারপতি অভিজিৎ জানান, তিনি আশা রাখেন খুব শীঘ্রই মন্ত্রিপদ থেকে সরে দাঁড়াবেন পার্থ চট্টোপাধ্যায়। তবে তিনি শুধু ‘আশা’র ভরসায় থাকেননি। একই সঙ্গে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে পার্থকে পদ থেকে সরানোর আর্জিও জানিয়েছেন।
এর আগে গত ১৩ এপ্রিল তাঁকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেই নির্দেশের উপর পাঁচ সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ৷ আজ সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়৷ সিঙ্গেল বেঞ্চের সমস্ত নির্দেশ বহাল রাখা হয়েছে৷ এর পরেই আইনজীবী ফিরদৌস শামিম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চকে জানান, এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জেরার যে নির্দেশ ছিল সেটা টাইম বাউন্ড৷ সেই সময় সীমান পেরিয়ে গিয়েছে৷ এই মুহূর্তে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই পদক্ষেপ যেন গ্রহণ করা হয়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>