কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় তিনি আপাতত জেলে আছেন। দল তাঁকে সব পদ থেকে সরিয়েছে, রাজ্য সরকারও তাঁকে ‘অব্যাহতি’ দিয়েছে। এখন তিনি শুধু সাসপেন্ডেড বিধায়ক ছাড়া কিছুই নন। যদিও বিজনেস অ্যাডভাইসরি (বিএ) কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায়। সেই প্রেক্ষিতে এই কমিটির বৈঠকে ডাক পেয়েছেন তিনি। একথা জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ‘নিয়োগ কমিটির অনুমতি ছাড়া নিয়োগ নয়’, চাকরি নিয়ে শিক্ষামন্ত্রীকে কড়া নির্দেশ মমতার
২০১১ সালের পর থেকে দল এবং মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ সামলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তখন থেকেই এই বিজনেস অ্যাডভাইসরি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তিনি। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পার্থকে গ্রেফতার করার পর থেকে একের পর এক পদ থেকে সরানো হয়েছে তাঁকে। মন্ত্রিত্ব গিয়েছে, দলের মহাসচিব-সহ বিধানসভার কোনও স্ট্যান্ডিং বা অ্যাসেম্বলি কমিটিতেও তিনি নেই। তাহলে এখানে কী ভাবে আছেন পার্থ? আর তাঁকে আমন্ত্রণ জানান হল কী ভাবে? জানা গিয়েছে, বিধানসভার অধিবেশনের সময়ই কেবলমাত্র বিএ কমিটির বৈঠক বসে। কিন্তু শেষ কিছু দিন যাবত সেই বৈঠক হয়নি বলে সেখানে পার্থর নাম রয়েছে।
বিধানসভার সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়কে ওই বৈঠকে ডাকা হয়েছে। যদিও সকলেই জানেন যে তিনি কোনও ভাবেই ওই বৈঠকে যোগ দিতে পারবেন না। আগামী ১২ সেপ্টেম্বরের ওই বৈঠক বসতে চলেছে।