পুজোর দিনগুলি কাটবে শ্রীঘরে, পার্থর জেল হেফাজতের নির্দেশ

পুজোর দিনগুলি কাটবে শ্রীঘরে, পার্থর জেল হেফাজতের নির্দেশ

2f908cadcd074a21369a21d875c950ad

কলকাতা: দুর্গাপুজো জেলে কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। বুধবার তা স্পষ্ট করে দিল আদালত। জানান হয়েছে, আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকতে চলেছেন তিনি। এবার সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে রাখতে চায়নি। এতএব, বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই বছর আর নিজের ক্লাব নাকতলায় থাকা হল না নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।

আরও পড়ুন-অকল্পনীয় দুর্নীতি! প্রাথমিক টেট মামলায় CBI রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এদিনও তাঁর মক্কেলের শারীরিক অবস্থার কথা বলে জামিন চান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। জানান, তাঁর মক্কেলের বয়স ৭০ বছর। অন্তত শরীরের দিকে নজর দিয়ে যাতে তাঁকে জামিন দেওয়া হয়। এর আগে ইডির মামলায় তাঁকে গৃহবন্দি রাখার সওয়াল করেছিলেন পার্থের আইনজীবী। তবে আগেও যেমন লাভ হয়নি, এবারেও হল না। আদালত তাঁকে জেল হেফাজতেই পাঠিয়েছে। এদিকে সিবিআই দাবি করেছিল, মামলার তদন্তে সহযোগিতা করছেন না পার্থ। তাঁকে জেল হেফাজতেই পাঠানো হোক। বেশ কিছু জিনিসের তদন্ত বাকি আছে। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক রায় স্থগিত করে দেন। পরে জানা যায় এই নির্দেশের কথা।

বুধবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷  সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, পার্থ প্রভাবশালী ব্যক্তি। তাঁকে জামিন দেওয়া হলে তিনি সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারেন। এমনকী তথ্য প্রমাণ নষ্ট করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সিবিআইয়ের আইনজীবী। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল ছিল, তাঁর মক্কেল এই দুর্নীতি প্রসঙ্গে ওয়াকিবহাল নন। এমনকী উদাহরণ টেনে তাঁর প্রশ্ন, পথে দুর্ঘটনা হলে যেমন পরিবহণ মন্ত্রীর কোনও দায় থাকে না, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হলে তার দায় কী ভাবে পার্থর হতে পারে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জামিনের আর্জি খারিজ, অর্পিতার মতো জেলেই থাকছেন পার্থ

জামিনের আর্জি খারিজ, অর্পিতার মতো জেলেই থাকছেন পার্থ

8a53a8042bca421d4f455527d9db3117

কলকাতা: ভার্চুয়াল শুনানিতে জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, বাড়ি থেকে টাকা বা এলআইসি কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে তিনি অসুস্থ। কিন্তু চেষ্টা করেও জামিন পেলেন না তিনি। আদালত নির্দেশ দিয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা আবার জামিনের আবেদনই করেননি। তিনিও থাকছেন জেলেই।

আরও পড়ুন- এক মাস পর বিশ্ববিদ্যালয়ে পার্থ ‘ঘনিষ্ঠ’ মোনালিসা, বললেন অর্পিতাকে চিনি না, ওড়ালেন অভিযোগ

এদিন জামিনের আবেদন করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ। রক্তাল্পতার সমস্যা রয়েছে। হিমোগ্লোবিন কম। ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি। আবার অনেক সময়ে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে। তাই এই দিকে নজর দিয়ে তাঁর জামিন হওয়া উচিত। তবে পার্থর যুক্তি ছিল, তাঁর বাড়ি থেকে তো টাকা বা এলআইসি কিছুই পাওয়া যায়নি। তাহলে তাঁকে জামিন দিতে সমস্যা কোথায়। এমনকি তাঁর এও বক্তব্য ছিল, দরকারে তাঁকে বাড়িতে বন্দি রাখা হোক। কিন্তু তাঁকে যেন জামিন দেওয়া হয়। যদিও আদালত তাঁর আর্জি মানেনি।

গত ২৬ দিন ধরে বাড়ির বাইরে পার্থ চট্টোপাধ্যায়। তাই এদিন যে কোনও মূল্য জামিন চেয়েছিলেন তিনি। তাঁর কথা ছিল, তিনি অসুস্থ। এখন প্রভাবশালীও নেই। কোনও পদ নেই তাঁর। দরকারে বাড়িতে নজরবন্দি থাকতেও রাজি তিনি। যদিও ইডি প্রথম থেকেই তাঁর জামিনের বিরোধিতা করে এসেছেন। দাবি করা হয়েছে, আরও ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। অন্তত ১০০টি অ্যাকাউন্ট এখনও আতশকাচের তলায়। এছাড়াও তাঁরা জানিয়েছে, জমি কেনার ক্ষেত্রেও ভুয়ো সংস্থার নাম ব্যবহার করা হয়েছিল।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *