‘দুর্নীতি’ নিয়ে মুখ খুললেন পার্থ, পরোক্ষে দলের ‘বিজ্ঞ’দের দিলেন জবাব

‘দুর্নীতি’ নিয়ে মুখ খুললেন পার্থ, পরোক্ষে দলের ‘বিজ্ঞ’দের দিলেন জবাব

b00b976fd2c1c3297130aa693892b8c9

কলকাতা: তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন ‘দুর্নীতি’র অভিযোগ উঠেছিল, ব্রাত্য বসু জমানায় তা হয়নি। কিছু দিন আগে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে এমনই মন্তব্য করে বিরাট আলোড়ন সৃষ্টি করে ফেলেছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কূণাল ঘোষ। সরাসরি তাঁর দিকেই এসএসসি দুর্নীতি প্রসঙ্গে ঠেলে দিয়েছিলেন তিনি। সেই সময় পার্থ কোনও রকম মন্তব্য করেননি, কিন্তু এবার করলেন। নাম না করেই এই ইস্যুতে জবাব দিলেন তিনি।

আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে

পার্থ জানান, দলের কোন ‘বিজ্ঞ’ কী বলছেন তা তিনি জানেন না কিন্তু তাঁর নাম দুর্নীতিতে জড়ায়নি এবং কেউ কখনও জড়াতেও পারবে না। তাঁর কথায়, তিনি যতদিন শিক্ষামন্ত্রী ছিলেন ততদিন কিছু হয়নি। দুর্নীতির কোনও অভিযোগ আসেনি। কার সময় কী হয়েছে সেই ইস্যুতে তিনি বিশ্বাসী নন। এই কথা বলার পাশাপাশি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই ইস্যু এবং রাজনীতিতে তাঁর থাকা নিয়ে জল্পনা বৃদ্ধি করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সাফ কথা, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তা এখন থেকে স্পষ্ট নয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য চালাচ্ছেন, তাতে তিনি দীর্ঘদিনের ইতিহাস তৈরি করবেন। এমনটা জানান তিনি। একই সঙ্গে এও বলেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ততদিন তিনি আছেন। তাঁর এই মন্তব্য নিয়েই এখন চর্চা।

আসলে এই মন্তব্য করে যে তিনি পরোক্ষে কুণাল ঘোষকেই ‘নিশানা’ করেছেন তা স্পষ্ট। কারণ তিনি সম্প্রতি ফেসবুক পোস্টে লিখেছিলেন, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় শপথ অনুষ্ঠানেও থাকবেন। কূণালের বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *