কলকাতা: আগে তিনবার তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি হাজিরা দেননি। তবে এবার অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সোমবার আমেরিকা থেকে ফিরেছেন তিনি এবং ফেরার পরেই সোজা বিধাননগরের সিজিও কমপ্লেক্সে চলে যান তিনি। বেশ কয়েক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন- যেন সোনার খনি! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে কী কী ছিল
আসলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পরই আরও বেশকিছু তথ্য সামনে আসে ইডির। সন্ধান মেলে পিংলার একটি স্কুলের যার চেয়ারম্যান পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। এছাড়াও কল্যাণময়ের তিনটি কোম্পানির হদিশ পেয়েছিল ইডি আধিকারিকরা। তারপরই ইমেলে কল্যাণময় ভট্টাচার্যকে তলব করে তারা। কিন্তু তিনবার তলব করা হলেও তিনি তাতে সাড়া দেননি। তবে সোমবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে দেখা মিলল তাঁর। দুর্নীতি কাণ্ডে শুধু তাঁর ওপর নয় পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের ওপরও নজর আছে ইডির।
নিয়োগ তদন্ত শুরু করার পরই পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামাঙ্কিত স্কুলে হানা দিয়েছিল ইডি। বাবলি চট্টোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে পিংলায় তৈরি করা হয়েছিল বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল৷ এসএসসি দুর্নীতির টাকা বাবলি চট্টোপাধ্যায় ফাউন্ডেশনেও বিনিয়োগ হয়েছে কিনা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়ে গোয়েন্দা সংস্থা। এই প্রেক্ষিতেই পার্থ চট্টোপাধ্যায়ের আমেরিকাবাসী মেয়ে সোহিনী ভট্টাচার্য ও জামাই কল্যাণময় ভট্টাচার্য-সহ ঘনিষ্ঠ আত্মীয়দের প্রসঙ্গ ওঠে।