নির্দিষ্ট সময়ের আগেই CBI দফতরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

নির্দিষ্ট সময়ের আগেই CBI দফতরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা: শত চেষ্টার পরেও এড়ানো গেল না হাজিরা। বুধবার সকালে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশ মেনে সন্ধ্যা ছটার আগেই নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে পৌছলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা। বুধবার এই মামলা প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের কিছু আগেই নিজাম প্যালেসে পৌছলেন পার্থ।

বুধবার সকালে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আজ অর্থাৎ বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যেই নিজাম প্যালেসে গিয়ে তাঁকে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হতে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থের আইনজীবী। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এসএসসি উপদেষ্টা কমিটির সদস্যরাও। কিন্তু পার্থের এই আবেদন শুনতেই রাজি হননি ডিভিশন বেঞ্চের বিচারপতিরা৷ এই মামলা না শুনেই এজলাস ছাড়েন বিচারপতিরা। ফলে সিবিআই দফতরে হাজিরা দেওয়া ছাড়া কার্যত আর কোনও রাস্তাই খোলা ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।

জানা যাচ্ছে, বুধবার বিকেল পাঁচটা নাগাদ নাকতলা বাড়ি থেকে সিবিআই দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন পার্থ চট্টোপাধ্যায়। নাকতলা থেকে লেক গার্ডেন্স হয়ে রাসবিহারী এভিনিউ ধরে নিজাম প্যালেসে পৌঁছয় পার্থর গাড়ি। অন্যদিকে ডিভিশন বেঞ্চ প্রাক্তন মন্ত্রীর আর্জি খারিজ হওয়ার পরেই তৎপরতা শুরু হয় নিজাম প্যালেস চত্বরে। জোরদার করা হয় নিজাম প্যালেসের নিরাপত্তাও। পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরাকে কেন্দ্র করে যাতে সিবিআই দপ্তর চত্বরে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সুরক্ষা বলয় তৈরি করেন বলে খবর। এছাড়া কলকাতা পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকও ইতিমধ্যেই নিজাম প্যালেসে এসে পৌঁছেছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *