সিবিআই দফতরের পথে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

সিবিআই দফতরের পথে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

fdea2de831394d8bf553e4c3b9e89d49

কলকাতা:  ডিভিশন বেঞ্চে কোনও রক্ষা কবচ পাননি  প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নিয়ম অনুযায়ী মামলা দায়ের না হওয়ায়, কোনও রকম নির্দেশ দিতে অস্বীকার করে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ৷ এখানে দাঁড়িয়ে কী পদক্ষেপ করবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তা নিয়েই জল্পনা চলছিল৷ ঘড়ির কাটা ক্রমশ এগোচ্ছে৷ সন্ধে ৬টার মধ্যে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ এরই মধ্যে বাড়ি থেকে বেরলেন তৃণমীলের মহাসচিব৷ সূত্রের খবর সিবিআই দফতরের দিকেই এগোচ্ছে তাঁর গাড়ি৷

আরও পড়ুন- সিবিআই দফতরের পথে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

এদিন বিকেল পাঁচটা পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে কোনও রকম রক্ষাকবচ জোগাড় করতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়৷ বলা হয়েছিল, বিকেল সাড়ে তিনটের মধ্যে মামলা দায়ের করতে৷ কিন্তু সেই সময়ের মধ্যে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়নি৷ বিকেল সাড়ে চারটের সময় মামলার শুনানি শুরু হয়৷ তখনও কিন্তু তাঁরা মামলা দায়ের করতে পারেননি৷ অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন ফাইলই হয়নি৷ মামলা দায়ের না হলে কী ভাবে ডিভিশন বেঞ্চ এই মামলায় নির্দেশ দেবেন? শুখু মাত্র মৌখিক আবেদনের ভিত্তিতে নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে  দেন৷ 

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা আগেই জানিয়েছিলেন, তাঁরা আজ সন্ধে ৬টায় হাজিরা দিতে প্রস্তুত আছেন৷ কিন্তু গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ যাতে গ্রহণ করা না হয়, সেই রক্ষাকবচ দিক হাই কোর্ট৷ কিন্তু সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দেন বিচারপতি হরিশ ট্যান্ডন৷ চাইলে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন, এই পরামর্শ দেন বিচারপতি হরিশ ট্যান্ডন৷ কিন্তু এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা প্রধান বিচারপতির চেম্বার বা এজলাসে যাননি৷   এরই মধ্যে নাকতলার বাড়ি থেকে সিবিআই দফতরের উদ্দেশে রওনা দেয় পার্থ চট্টোপাধ্যায়ের কনভয়৷