সরকারের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা, রামপুরহাটের ঘটনায় সরব পার্থ

সরকারের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা, রামপুরহাটের ঘটনায় সরব পার্থ

কলকাতা: তৃণমূল উপপ্রধান ভাদু শেখের হত্যার ঘটনায় ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি সহ বিরোধীরা তৃণমূল কংগ্রেস সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে। কিন্তু শাসক শিবিরের বক্তব্য, ষড়যন্ত্র করা হয়েছে তাদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এই দাবি করেছেন, এবার এই একই দাবি করলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় বিবৃতি দেওয়ার সময় রামপুরহাট ঘটনার উল্লেখের সময় মন্তব্য করতে শোনা গেল তাঁকে।

আরও পড়ুন-  তৃণমূল নেতা খুনে অগ্নিগর্ভ রামপুরহাট, পর পর বাড়িতে আগুন, ১০ জনের ঝলসানো দেহ উদ্ধার

এদিন রামপুরহাটের ঘটনায় বিধানসভায় বিবৃতি দেওয়ার সময় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ করার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও বিধানসভায় জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী। আসলে তৃণমূল উপপ্রধান খুন হওয়ার পরেই অনুগামীরা তাণ্ডব চালায়, পর পর বাড়িতে আগুন লাগানো হয় বলে দাবি। ইতিমধ্যেই ১০ জনের মৃত্যুর খবর এসেছে। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানান, গতকাল খুনের ঘটনার পরেই নেতার গ্রামে ৭-৮ টি বাড়িতে আগুন লেগে যায়। রাতের মধ্যেই সেখানে পুলিশ, দমকল সব পৌঁছে গিয়েছিল। আজ সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসার পর একটি বাড়িতে ঢুকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

অন্যদিকে কুণালের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র করা হচ্ছে এবং এই ঘটনা সেটার অংশ। ভাদু শেখ অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং তাঁর মৃত্যুতে এলাকায় ক্ষোভ ছিল। এখনও পর্যন্ত যে তথ্য সামনে আসছে তাতে একটা বিষয় স্পষ্ট যে, শান্ত বাংলাকে অশান্ত করার জন্য, তৃণমূল কংগ্রেস এবং রাজ্যকে নিশানা করেই বৃহত্তর ষড়যন্ত্র করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =