এসএসসি ছিলই, টেট দুর্নীতিতেও নাম জড়াল পার্থর! আরও চাপে মন্ত্রী

এসএসসি ছিলই, টেট দুর্নীতিতেও নাম জড়াল পার্থর! আরও চাপে মন্ত্রী

8b1b4adda1821fc7ad4791b828b07e3c

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হিসেবে ইডি গ্রেফতার করেছে তাঁকে। এবার টেট দুর্নীতিতেও নাম জড়িয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। এমনটাই জানা গিয়েছে ইডির তরফে। কেন ওই নথি তাঁর বাড়িতে, কী ভূমিকা ছিল টেট নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের, তাই খতিয়ে দেখতে শুরু করেছে গোয়েন্দা আধিকারিকরা।

আরও পড়ুন- জোরালো হচ্ছে বর্ষা, কলকাতাসহ দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ইডি জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেই এই নথি মিলেছে। তাদের সিজার লিস্টেও এই নথির কথা উল্লেখ করা আছে। ২০১২ সালের টেটের প্রথম তালিকা বাতিল করে দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়। সেই সংশোধিত নথি ছিল রাজ্যের শিল্পমন্ত্রীর বাড়িতে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে শিক্ষক বদলির নথি, অ্যাডমিড কার্ড সহ একাধিক তথ্য। এর ফলে পার্থ চট্টোপাধ্যায়ের সমস্যা যে আরও বাড়ল তা আন্দাজ করাই যায়। তবে ইডি আরও জানাচ্ছে, শুধু এই নথি ছাড়াও তাঁর বাড়ি থেকে মিলেছে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা ৭ টি সম্পত্তির দলিল। তাই বলাই যায়, এক রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর।

আপাতত ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি রয়েছেন সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে। আগামী ১০ দিনে তাঁকে ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। মঙ্গলবার সকালে ৬ টা ৩৪ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে পার্থের উড়ান। ভুবনেশ্বর থেকে কলকাতায় আনার পর তাঁকে নিয়ে সোজা সিজিও কমপ্লেক্সে পৌঁছন ইডির অফিসাররা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *