কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার ৬ দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন। তিন দফতরের মন্ত্রী পদ থেকে তাঁকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে বলে নিজেই জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত যে সঠিক তা আজ স্পষ্ট করে দিয়েছেন খোদ পার্থ চট্টোপাধ্যায়ই। কিন্তু তৃণমূল কংগ্রেস দল যে তাঁকে অপসারিত করেছে তা তিনি কী ভাবে দেখছেন? এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক।
আরও পড়ুন- ‘বিজেপি চোরকে বাঁচাচ্ছে’, শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক কুণাল
এদিন জোকা ইএসআই হাসপাতালে শারীরিক চিকিৎসা করাতে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, দল থেকে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত কি ঠিক? জবাবে পার্থকে বলতে শোনা যায়, সময় বলবে। তবে সিদ্ধান্ত নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করবে! পাশাপাশি তিনি এও বলেছেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যারা করেছে তাঁরা জানতে পারবে বলেও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে, মন্ত্রিসভা থেকে তাঁকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তা পরিষ্কার করে দেন পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ ঠিক’।
তাহলে কি দল এবং সরকারকে আলাদা করে দেখছেন পার্থ চট্টোপাধ্যায়? এই নিয়ে তরজা শুরু হয়েছে। বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের এই অবস্থা নিয়ে ‘অভিষেক শিবির’ খুশি হয়েছে। তৃণমূল দলটাই দু’ভাগে ভাগ হয়েছে এই ইস্যুতে। ধীরে ধীরে সবই সামনে আসবে। বিজেপি, কংগ্রেস, সিপিএম সব দলই আপাতত একযোগে আক্রমণ করছে ঘাসফুল শিবিরকে। তাঁদের এও বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া শুধু ‘আইওয়াশ’ ছাড়া কিছু নয়।