কলকাতা: শুক্রবার সকাল থেকেই তাঁর বাড়িতে রয়েছে ইডি আধিকারিকরা। দফায় দফায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে তাঁরা। গতকাল এই জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি বলে খবর ছিল। ভবানিপুর থেকে ৩ জন চিকিৎসক তাঁর নাকতলার বাড়িতে গিয়ে তাঁকে দেখে এসেছিলেন। শনিবার সকালেও আবার পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। আসলে ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও তাঁর বাড়ি থেকে বেরোয়নি ইডি। টানা জিজ্ঞাসাবাদের ধকলে তিনি অসুস্থ হয়েছেন বলে অনুমান।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা পার, পার্থর বাড়ি থেকে বেরোচ্ছেই না ইডি!
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত জানিয়েছেন, এদিন সকালে তাঁর মক্কেল আবারও অসুস্থ হয়ে পড়েন। নাকতলায় মন্ত্রীর বাড়িতে চিকিৎসকও আসেন। জানা যায়, দু’জন চিকিৎসক মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছিলেন। এদিকে ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে শুক্রবার রাতে উদ্ধার হয়েছে ২০ কোটিরও বেশি টাকা। এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই ঘটনা সামনে আসার পরেই বিরোধীরা একে একে তোপ দাগতে শুরু করেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। বলা হচ্ছে, এই টাকা লুটের টাকা, আরও টাকা উদ্ধার হতে পারে।
অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলেই দাবি করা হচ্ছে। জানা গিয়েছে, তিনি আইনি পেশার সঙ্গে যুক্ত। কিন্তু আদতে তিনি ঠিক কী কাজ করেন তা এখনও নিশ্চিত করা যায়নি। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার বাসিন্দা অর্পিতা শহরের একটি নামী দুর্গা পুজোর সঙ্গে যুক্ত। সেই দুর্গা পুজোর বিজ্ঞাপনের জন্যও কাজ করেছেন তিনি। ঘটনাচক্রে, এই পুজোর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ও সরাসরি যুক্ত।