BREAKING: পার্থ চট্টোপাধ্যায়কে CBI এর কাছে হাজিরার নির্দেশ হাই কোর্টের, প্রয়োজনে গ্রেফতার

BREAKING: পার্থ চট্টোপাধ্যায়কে CBI এর কাছে হাজিরার নির্দেশ হাই কোর্টের, প্রয়োজনে গ্রেফতার

f393c88c5cd37b27e350e4f38cd4f00a

কলকাতা: এসএসসি নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-এর কাছে হাজিরার নির্দেশ৷ বিকেল ৫টার মধ্যে নিজাম প্যালেসে  সিবিআই-এর দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ প্রয়োজনে তাঁকে গ্রেফতারও করতে পারে সিবিআই৷ আদালতের সাফ নির্দেশ, কোনও ভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ 

আরও পড়ুন- রিগিং হয়নি! জানিয়ে দিল কমিশন, দাবিকে ‘স্বাগত’ জানাল তৃণমূল

নবম ও দশম শ্রেণিতে সহ শিক্ষক নিয়োগ মামলায় আজ বিকেল পাঁচটার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ আদালত স্পষ্ট জানিয়েছে, সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে৷ জিজ্ঞাসাবাদ পর্বের মাঝে কোথাও যদি সিবিআই মনে করে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার প্রয়োজন, তাহলে সেই অধিকারও রয়েছে তাঁদের৷ এছাড়াও আদালতের তাৎপর্যপূর্ণ নির্দেশ, কোনও ভাবেই হাজিরা এড়াতে উডবার্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি হতে পারবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ 

 

সহ শিক্ষক নিয়োগের এই মামলায় বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে৷ এই মামলায় ইতিমধ্যেই তিনবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সরকার ও বিশেষ উপদেষ্টা কমিটির তরফ থেকে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে৷ ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন রয়েছে৷ এসএসসি নিয়োগ মামলায় একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে৷ দেখা গিয়েছে, মেধা তালিকায় এমন প্রার্থীর নামও রয়েছে, যাঁরা হয়তো পরীক্ষাতেই অবতীর্ণ হননি৷ আবার মেধা তালিকার উপরের দিকে নাম থেকেও বঞ্চিত হতে হয়েছে চাকরি প্রার্থীদের৷ নিয়োগ পেয়েছেন মেধা তালিকার নীচে থাকা প্রার্থীরা৷

আদালতের পর্যবেক্ষণ, এই দুর্নীতিতে বিশেষ ভূমিকা ছিল এসএসসি’র উপদেষ্টা কমিটির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার৷ সোমবারই গ্রুপ ডি মামলায় কলকাতা হাইকোর্টের সামনে অবসরপ্রাপ্ত বিচারপতি আরকে বাগের বিশেষ অনুসন্ধান কমিটি যে রিপোর্ট পেশ করেছে, তাতে স্পষ্ট বলা হয়েছে, শুধু এসপি সিনহা নন, তৎকালীন পর্ষদ সভাপতি, পর্ষদের উচ্চপদস্থ কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ আরকে বাগের কমিটি রিপোর্ট পেশ করার পর আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি শুরু হলে তিনি বলেন, এই পাহাড়প্রমাণ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে৷  
 

এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ৷ একই বিষয়ের মামলার শুনানি গ্রহণ করছে ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ রাজ্যের মন্ত্রীকে সিবিআই-এর কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও, ডিভিশন বেঞ্চ মনে করছে এই বিষয়ে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ জারি করতে পারে না। এর পরেই সিবিআইয়ের হাজিরা সংক্রান্ত সমস্ত নির্দেশিকার উপরে স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ। আগামীকাল পর্যন্ত  অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে।