পরেশ অধিকারীর মেয়ের স্কুলের চাকরিতে চক্রান্তে অভিযোগ, CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

পরেশ অধিকারীর মেয়ের স্কুলের চাকরিতে চক্রান্তে অভিযোগ, CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

ed9c28e5da49e788cf3672e5dc68cd64

কলকাতা:  একদা তিনি ছিলেন বামফ্রন্ট সরকারের মন্ত্রী৷ পরে তৃণমূলে যোগ দেন কোচবিহারের ফরওয়ার্ড ব্লকের দোর্দণ্ডপ্রতাপ নেতা। সেই পরেশ অধিকারীর মেয়ের চাকুরিতে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত৷ দেখা্ যায় চুপিসারে মেখলিগঞ্জের স্কুলে শিক্ষিকার চাকরি পেয়ে গিয়েছিলেন তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী৷ এ নিয়ে মামলা চলছিল কলকাতা হাই কোর্টে৷ সেই মামলায় এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কী ভাবে অঙ্কিতার চাকরি পেলেন,  তাতে কোনও জালিয়াতি রয়েছে কি না তা তদন্ত করবে সিবিআই৷ গোটা ঘটনার চক্রান্ত রয়েছে বলেই মনে করছে উচ্চ আদালত৷ 

২০১৮ সালে তপসিয়ায় তৃণমূল ভবনে দলের মহাসচিব, তথা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন কোচবিহারের বামফ্রন্ট নেতা পরেশ অধিকারী। এর ঠিক ৭২ ঘণ্টার মধ্যে কোচবিহারে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ‘ওয়েট লিস্টে’ নাম ওঠে পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর। সেই সময়ে ওই বিষয়ে কোনও জবাব দেননি পরেশ বা স্কুল সার্ভিস কমিশন। এদিন এই মামলায় হাই কোর্ট বলে, এই নিয়োগের ক্ষেত্রে বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে৷ মঙ্গলবার রাত আটটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই অফিসারদের সামনে মন্ত্রী পরেশ অধিকারীকে হাজিরা দেওয়ার নির্দেশও দেন তিনি৷ 

অঙ্কিতা অধিকারী নিয়োগ প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন ভার্চুয়ালি কথা বললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সিদ্ধার্থ মজুমদার সঙ্গে। চেয়ারম্যানের কাছে তিনি জানতে চাইলেন কী ভাবে আগের জনকে টপকে মন্ত্রীর মেয়েকে চাকুরি দেওয়া হল? কেন অঙ্কিতা অধিকারীর চাকুরীর সুপারিশ করল স্কুল সার্ভিস কমিশন? 

এসএসসি’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, ২০১৮ সালের অগাস্ট মাসেরাস্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে নিয়োগ পান অঙ্কিতা। পাশাপাশি তিনি জানান অঙ্কিতার প্রাপ্ত নম্বর ৬১। অ্যাকাডেমিক স্কোর ৩১, ব্রেক অফ মাক্স ৩০ পেয়েছেন৷ মামলাকারি ববিতা বর্মনের প্রাপ্ত নম্বর ৭৭/৩৬/৩৩৷  ইন্টারভিউতে পেয়েছেন ৮।

ববিতা বর্মনের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে লোপামুদ্রা মণ্ডল ও ছায়া রায়ের নাম। অথচ পরবর্তী সময়ে এসএসসি-র ওয়েবসাইটে রাষ্ট্রবিজ্ঞানের তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনের ওয়েট লিস্টে দেখা যায় ববিতার নাম প্রথম স্থান থেকে নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে জায়গা পেয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম। উল্লেখ্য বিষয় হল, এক দিন আগে পর্যন্ত তালিকায় অঙ্কিতার নাম ছিল না৷