কলকাতা: মঙ্গলবার রাতেই তাঁর সিবিআই দফতরে এসে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। এদিকে গতকাল কলকাতায় আসার কথা থাকলেও কন্যা সহ তিনি ‘নিখোঁজ’ হয়ে যান পদাতিক একপ্রেস থেকে! তবে পরেশ অধিকারী অবশেষে এলেন কলকাতায়। তাঁর গন্তব্য সোজা নিজাম প্যালেস। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে নতুন একটি এফআইআর দায়ের করেছে সিবিআই। কিন্তু এখন কলকাতায় ফিরেই নিজাম প্যালেসে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী।
আরও পড়ুন: ব্যাঙ্কের গ্রাহককদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিটের ওপর বাড়ছে সুদের হার
আগেই জানা গিয়েছিল যে, বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি কলকাতার বিমান উঠেছেন। সেই মতোই তিনি কলকাতায় দমদম বিমানবন্দরে নামেন সময় মতোই। সেখান থেকেই সরাসরি নিজাম প্যালেস গন্তব্য হয়েছে তাঁর। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই মন্ত্রী এবং মন্ত্রী কন্যাকে নতুন করে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের পরেই আদালতের কাছে কিছুটা সময় চান মন্ত্রীর আইনজীবী। এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিধাননগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেন, পরেশ অধিকারী দমদম বিমানবন্দরে নামার পরেই তাঁকে যেন এস্কর্ট করে সরাসরি সিবিআই দফতরে পৌঁছে দেওয়া হয়।
বুধবার সকালেই পদাতিক এক্সপ্রেসে করে কলকাতায় আসার কথা ছিল মন্ত্রীর এবং মন্ত্রী কন্যার। কিন্তু ট্রেন সকালে কলকাতা ঢুকলেও তাতে মন্ত্রী বা মন্ত্রীর কন্যা কেউই আসেননি। ফলে স্বাভাবতই প্রশ্ন শুরু হয়েছিল যে, মাঝপথে ট্রেন থেকে নেমে কোথায় গেলেন তাঁরা? সেই নিয়েও তোলপাড় হয় রাজ্যে।