মাথায় গামছা, পরনে লুঙ্গি! ভিন্ন রূপে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

মাথায় গামছা, পরনে লুঙ্গি! ভিন্ন রূপে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

কলকাতা: রাজ্যের মন্ত্রিসভার রদবদলের পর নয়া পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন প্রদীপ মজুমদার। নতুন দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার তাঁকে একদম ভিন্ন রূপে দেখা গেল। কোনও নেতাসুলভ পোশাকে নয়, বরঞ্চ তাঁর দেখা মিলল মাথায় গামছা, পরনে লুঙ্গি, লাঠি হাতে। তাও আবার গরু নিয়ে চাষের জমিতে। এক কথায়, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাঠে কৃষিকাজ করতে ব্যস্ত, এমনই ছবি ধরা পড়ল।

আরও পড়ুন- খুনের পরিকল্পনার অভিযোগ! তৃণমূল বিধায়কের বাড়িতে হামলা, গ্রেফতার ২

দুর্গাপুর শিল্পাঞ্চল লাগোয়া কাঁকসা ব্লকের রূপগঞ্জ গ্রামের এক মাঠে এই রূপে ধরা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দীর্ঘ প্রায় বারো বছর পর দুর্গাপুর থেকে রাজ্যের মন্ত্রী হয়েছেন কোনও বিধায়ক। তাই এলাকার সকলেই খুশি। এদিক পঞ্চায়েত মন্ত্রী নিজে কৃষক পরিবারের ছেলে। তাই লাঙল নিয়ে মাঠে চাষ হয়তো তাঁর কাছে কোনও ব্যাপার নয়। এইভাবে তিনি রাজ্যের সাধারণ মানুষের কাছে যে আরও সহজ ভাবে পৌছতে পারবেন তা বলাই বাহুল্য। মন্ত্রী নিজে জানিয়েছেন, কৃষিকাজ করতে তাঁর ভালোই লাগে। নতুন যন্ত্র পাওয়ার পর অনেকদিন চালাননি। তাই তাঁর ভালোই লাগল।

উল্লেখ্য, নতুনদের মধ্যে রাজ্যের তথ্য প্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী হয়েছেন বাবুল সুপ্রিয়। স্নেহাশিস চক্রবর্তী হয়েছেন পরিবহন দফতরের মন্ত্রী। সেচ এবং জলমন্ত্রী হয়েছেন পার্থ ভৌমিক। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী হয়েছেন উদয়ন গুহ। ওদিকে, প্রদীপ মজুমদার হয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। বিপ্লব রায় চৌধুরী মৎস দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন, এদিকে তাজমুল হোসেন হয়েছেন ক্ষুদ্র, মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী। অন্যদিকে শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন সত্যজিত বর্মণ। বন দফতরের সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর প্রতিমন্ত্রী হয়েছেন বীরবাহা হাঁসদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + thirteen =