হুগলি: আগের দিনই উড়ালপুলের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘণ্টার মধ্যেই বাইক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার কামারকুণ্ডু উড়ালপুলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে এই উড়ালপুলের উদ্বোধন হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে বাই দুর্ঘটনা হয়। গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই রাত আটটার সময় ফের একটি দুর্ঘটনা ঘটে। সেটিও বাইক দুর্ঘটনায়। ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, কামারকুণ্ডু উড়ালব্রিজের উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যে দুটো দুর্ঘটনা ঘটে। রাত আটটার সময় দুটো বাইক পাশাপাশি যাওযার সময় দুর্ঘটনা ঘটে। ঘটনায় তরুণ কুমার মণ্ডল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে. মৃত ব্যক্তির বয়স ৪৮ বছর। পাশাপাশি জসিমউদ্দিন নামের আর এক ব্যক্তি আহত হন। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তাঁদের উদ্ধার করে প্রথমে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তরুণ কুমার মণ্ডলকে মৃত বলে ঘোষণা করা হয়। জসিমউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ডানকুনির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
রেলের ওভার ব্রিজ নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরেই চলছিল। অবশেষে সেই বিতর্ক মিটে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পর সেই উড়ালপুল খুলে দেওয়া হয়। স্থানীয় মানুষরা প্রথম থেকেই এই উড়ালপুলের পক্ষে সওয়াল করেছেন। তাঁরা জানিয়েছেন, রেল লাইন পার করে যাওয়ার সময় স্থানীয় যাত্রীদের বিভিন্ন সময় নানা রকমের সমস্যায় পড়তে হয়েছে। বিপদে পড়তে হয়েছে। রেলগেট পড়ে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। রেল ও রাজ্য সরকারের অর্থে এই উড়ালপুল তৈরি হয়েছে। সেই ব্রিজের সিঙ্গুর থেকে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।