Aajbikel

বঙ্গে এসে আচমকা অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী, গ্রিন করিডরে আনা হয় চিকিৎসক

 | 
gadkari

শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। বৃহস্পতিবার শিলিগুড়ির শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত দীর্ঘ একটি রাস্তার শিলান্যাস করার কথা ছিল তাঁর। সেই অনুষ্ঠান চলছিল। কিন্তু আচমকাই অনুষ্ঠানের মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে পাশের গ্রিন রুমে এনে গ্রিন করিডর করে চিকিৎসক আনা হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- নিয়োগ মামলায় ভিন্ন জবাব রাজ্য এবং এসএসসি-র, কমিশন ভেঙে দিন, মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির

দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর মাঠে এই অনুষ্ঠান চলছিল। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরে চিকিৎসক এসে তাঁর শারীরিক পর্যবেক্ষণ করেন। জানা গিয়েছে, তাঁর রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে। এই কারণে তাঁকে স্যালাইন দেওয়া হয়েছে। আপাতত অনুষ্ঠান মঞ্চের পাশেই তাঁর চিকিৎসা হলেও কেন্দ্রীয় মন্ত্রীকে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা নিজের বাড়ি নিয়ে যাবেন বলে খবর। তাঁর বাড়িতেই নীতিন গড়কড়ির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ি অনুষ্ঠানের পর তাঁর আরও এক কর্মসূচি ছিল তবে তা বাতিল করা হতে পারে বলে অনুমান। চিকিৎসা শেষেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার সম্ভাবনা।

Around The Web

Trending News

You May like