কলকাতা: ফি বৃদ্ধি, খারাপ পরিষেবা এবং বাচ্চারা খেলার ছলে স্কুলের বহুতলে খোলা জায়গায় চলে গেলেও নজর দেওয়া হয় না৷ সেই কারণে অভিভাবকদের বিক্ষোভ নিউটাউন বেসরকারি স্কুলে৷
অভিযোগ, স্কুলে ভর্তি হওয়ার সময় যে সমস্ত পরিষেবার কথা বলা হয়েছিল এবং সেই সমস্ত পরিষেবার জন্য ভর্তির সময় টাকাও নেওয়া হয়েছিল৷ কিন্তু সেই সমস্ত পরিষেবা দেওয়া হয় না বলে অভিযোগ। যেমন সাঁতার শেখানো, ফুটবল খেলা ও বাস্কেট বল খেলা সহ বিভিন্ন পরিষেবা। আরও অভিযোগ বাচ্চার স্কুলের বহুতলে খোলা জানালার পাশে খেলা করে৷ ফলে যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে৷ সেদিকে কারও নজরদারি রাখে না স্কুল কর্তৃপক্ষ। এবং মেল করে অভিযোগ জানানোর পরও স্কুল কর্তৃপক্ষ তার কোনও উত্তর দেয় না দুর্ব্যবহার করে বলে অভিযোগ।
অভিভাবকদের অভিযোগ, পরিষেবা মেলে না৷ উল্টে ৩০% ফি বৃদ্ধি করা হয়েছে৷ এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখানো হয়৷ যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি৷ বস্তুত, শুক্রবারই সল্টলেকের মহিষবাথানের (শিক্ষা নিকেতন) বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা সময়ে বাড়ি না পৌঁছানোয় উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা। ১১:১৫ মিনিটে স্কুল ছুটি হলেও দুঘন্টা কেটে গেলেও বহু ছাত্র বাড়ি পৌঁছায়নি। অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে ছুটে আসেন স্কুলে। খবর পেয়ে স্কুলে আসে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে ছাত্রছাত্রীরা নিরাপদে বাড়ি ফেরে। এই ঘটনা পুনরায় যাতে না ঘটে তারজন্য আজ বৈঠক ডাকে স্কুল কর্তৃপক্ষ। বৈঠকে অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধাননগর এসিস্ট্যান্ট কমিশনার, বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার আইসি। ওই ঘঠনায় স্কুল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছিল৷ এবার নিউটাউনেই একই ঘটনার পুনরাবৃত্তি হল বলেই মনে করা হচ্ছে৷