Aajbikel

ঝালদা পুরসভায় ফের ডামাডোল, খারিজ নব নির্বাচিত কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ের পদ

 | 
ঝালদা পুরসভা

ঝালদা: পুরুলিয়ার ঝালদা পুরসভায় ফের ডামাডোল৷ ঝালদা পুরসভায় নব নির্বাচিত কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ের পদ খারিজ। নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন সুদীপ কর্মকার৷ এদিন শীলার পদ খারিজ করেন মহকুমাশাসক৷ এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জটিলতা সৃষ্টি হল ঝালদা পৌরসভায়৷ 

 

 

ঝালদার মহকুমা শাসককে কাউন্সিলারের সদ্যপদ খারিজ করে দেন৷ পৌর আইন ২১ (বি) ১৯৯২, ধারায় ৬নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদেশ আগরওয়াল এবং ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে সদস্যপদ খারিজ করা হয়েছে৷ আইন অনুযায়ী, ৬ মাসের মধ্যে এক দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়া যায় না৷ কিন্তু, শীলা চট্টোপাধ্যায় ছ’মাসের আগেই অন্য দলে যোগ দিয়েছেন বলে অভিযোগ৷ 


উল্লেখ্য, দু’দিন আগেই ঝালদা পৌরসভায় পৌর বোর্ড দখল করে কংগ্রেস। চেয়ারপার্সন হন শীলা চট্টোপাধ্যায়। ৭-০ ভোটে জিতে বোর্ড দখল করে কংগ্রেস। হাইকোর্টের নির্দেশে  ঝালদায় পৌরপ্রধান নির্বাচন হয়। সকালে ১২ আসন বিশিষ্ট ঝালদা পৌরসভার ৬ জন কংগ্রেস কাউন্সিলর, ১ জন নির্দল কাউন্সিলর এবং ৫ জন তৃণমূল কাউন্সিলর  ঝালদা পৌরসভায় যান। শীলা চট্টোপাধ্যায় নির্দল কাউন্সিলর হিসাবে থাকলেও তিনি কংগ্রেসকে সমর্থন করেন। 

Around The Web

Trending News

You May like