মেরে এমন জায়গায় পুঁতে দেব কেউ খুঁজে পাবে না! মৃত্যুর আগে অর্জুনকে হুমকি দেওয়ার অভিযোগ

মেরে এমন জায়গায় পুঁতে দেব কেউ খুঁজে পাবে না! মৃত্যুর আগে অর্জুনকে হুমকি দেওয়ার অভিযোগ

কলকাতা: বিজেপি যুবনেতা অর্জুন চৌরাশিয়ার রহস্য মৃত্যুতে ধোঁয়াশা আরও বাড়ল। অর্জুনের মা অভিযোগ করেছেন, মৃত্যুর দিন রাতে ছেলেকে একজন হুমকি দিয়েছিলেন। অর্জুনের মা বলেন তিনি স্পষ্ট শুনতে পান কেউ একজন বলছেন, ‘তোকে মেরে এমন জায়গায় পুঁতে রাখব যে কেউ খুঁজে পাবে না।’ শুধু এটুকু তিনি শুনতে পেয়েছিলেন বলে জানিয়েছেন। সেইদিন রাতে আর অর্জুন বাড়ি ফেরেনি। 

অর্জুনের মা বলেন, ওই দিন বাড়িতে শোয়নি। একটা কাজে বাড়িতে এসেছিল, তারপর চলে গিয়েছিল। তিনি বলেন, ‘ছেলেকে বাড়ির সামনে হুমকি দিয়েছিল কয়েকজন। তারপর থেকে আর ছেলে দেখিনি। তার আগে যখন বাড়ি আসে অর্জুন, একটু টিফিন খেয়েই বেরিয়ে গিয়েছিল। বাড়ি ফিরতে দেরি হওয়ায় চিন্তা হচ্ছিল।। বার বার ফোনে যোগাযোগ করতে শুরু করেছিলাম। কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। আমরা পুলিশের কাছে গিয়েছিলাম। পুলিশ কোনও সহযোগিতা করেনি।’ 

প্রসঙ্গত, যেদিন অর্জুন নিখোঁজ হয়েছিল, সেদিন তাঁর বাড়ির সামনে ভোর তিনটে অবধি একটা ধূসর রঙের গাড়ি দাঁড়িয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে কখনও ওই গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখেনি। গাড়িটি যেখানে দাঁড়িয়েছিল, সেখানে সচারচর কোনও গাড়ি পার্ক করা হয় না। সিসিটিভি ফুটেজে ওই ধূসর রঙের গাড়ির হদিশ পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে অর্জুনের মৃত্যুর কোনও যোগ চিকিৎসকরা পাননি বলে জানা গিয়েছে। অন্যদিকে, বিজেপির প্রথম থেকে দাবি, অর্জুন খুন হয়েছে। আর অর্জুনের খুন হওয়ার নেপথ্যে রয়েছে শাসকদল। 

যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।তবে যত সময় যাচ্ছে, অর্জুনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তত বেড়েছে। অর্জুনের দেহ যেভাবে পাওয়া গিয়েছে, তাতে অনেকেই মনে করছেন, এটা আত্মহত্যা নয়। অন্যদিকে, অমিত শাহ দুই দিনের বাংলা সফরে এসে দাবি করেছেন, অর্জুনকে খুন করা হয়েছে। তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 8 =