নজরুল মঞ্চে এসি চলছিল দাবি কমিশনারের! অনিয়ন্ত্রিত ভিড়ের কথা স্বীকার

নজরুল মঞ্চে এসি চলছিল দাবি কমিশনারের! অনিয়ন্ত্রিত ভিড়ের কথা স্বীকার

কলকাতা: বিখ্যাত গায়ক কেকে’র মৃত্যুর পর নজরুল মঞ্চে এবং ব্যবস্থাপনা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। দাবি করা হচ্ছে যে, সেদিনের অনুষ্ঠান চলাকালীন এসি চলছিল না, মাত্রাতিরিক্ত ভিড় হয়েছিল। মোদ্দা কথা, দমবন্ধকর পরিস্থিতির মধ্যে শো করতে হয়েছিল তারকা গায়ককে। এদিন ঘটনাস্থলে পরিদর্শন করে অনিয়ন্ত্রিত ভিড়ের কথা স্বীকার করে নিলেন কলকাতা পুলিশ কমিশনার। কিন্তু বললেন, সেদিন নাকি এসি চলছিল।

আরও পড়ুন- আগামী বছর মাধ্যমিক কবে? পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করলেন পর্ষদ সভাপতি

শুক্রবার সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, অনুষ্ঠানে আড়াই হাজারের বেশি দর্শক চলে এসেছিলেন। তবে ভিড় হঠাতে অগ্নি নির্বাপকের ব্যবহার হয়েছিল। যদিও এসি ভিতরে চলেছে বলেই দাবি করেছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন, এবার থেকে আলাদা রকম ব্যবস্থা করা হবে এইসব অনুষ্ঠানে। মাত্রাতিরক্ত ভিড়ের মতো এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে নজর রাখা হবে। অনুষ্ঠান স্থলে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা থাকবে। উল্লেখ্য, শুক্রবারই গায়ক অনুপম রায় শো করেছেন নজরুল মঞ্চে। কেকে’র ঘটনার পর এই প্রথম কোনও শো হল সেখানে।

অন্যদিকে আগেই জানা গিয়েছে, অনুষ্ঠানের অনেক আগেই তিনি অস্বস্তি বোধ করছিলেন যা ম্যানেজারকেও বলেছিলেন। শুধু তাই নয়, শো শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি ফোনে স্ত্রীকেও শারীরিক অস্বস্তির কথা জানান। সেই প্রেক্ষিতেই চিকিৎসকদের মত, নিজের শরীর নিয়ে অবহেলা করেছেন কেকে। তবে আরও কী কী সমস্য ছিল, কোন কোন ধমনী বদ্ধ হয়ে গিয়েছিল সেই তথ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 17 =