খেজুরিতে বোমা বানাতে গিয়েই কি বিস্ফোরণ? তদন্তে নামছে এনআইএ

খেজুরিতে বোমা বানাতে গিয়েই কি বিস্ফোরণ? তদন্তে নামছে এনআইএ

8e2ae1632ebef71cb0347062a2cc9f20

খেজুরি: খেজুরিতে বোমা বিস্ফোরণে দু’জন তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় এবার তদন্ত ভার নিতে চলেছে জাতীয় ইনভেস্টিগেশন এজেন্সি। সূত্রের খবর, মঙ্গলবার খেজুরি থানা থেকে তদন্তভার নেবেন ওই সংস্থা। ইতিমধ্যে এক সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলে হাজির হয়েছেন। গত কয়েকদিন ধরে বোমা বিস্ফোরণের ঘটনাস্থল খতিয়ে দেখেন আধিকারিকরা।

সূত্রের খবর, গত ৩ জানুয়ারি রাতে খেজুরি বিধানসভার পশ্চিম ভাঙ্গনবাড়ি এলাকা বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে। ঘটনাস্থলে গুরুতর জখম হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’জন তৃণমূল কর্মী অনুপ দাস (৩০) ও কঙ্কন করণ (৩৫)  মৃত্যু হয়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী এখনও চিকিৎসাধীন রয়েছে একাধিক বেসরকারি হাসপাতালে৷

ওই ঘটনার পরই বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়েছে৷ যদিও বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছিল শাসকদল৷ পাল্টা হিসেবে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি ছিল, এনআইএ তদন্ত করা হলেই প্রকৃত সত্য সামনে আসবে৷ বস্তুত, এরপরই এনআইএ তদন্তভার গ্রহণ করায় রাজনৈতিক মহলে জোর শোরগোল শুরু হয়েছে৷ ঘটনার পিছনে শুভেন্দুর হাত দেখছেন শাসকদলের নেতারা৷ অন্যদিকে এনআইএ তদন্তের নির্দেশ জারি হওয়ায় উৎফুল্ল গেরুয়া শিবির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *