মাথা মুড়িয়ে ‘মা’ লতা মঙ্গেশকরের শ্রাদ্ধশান্তি, হাওড়ায় বিশেষ আয়োজন গান-পাগল ছেলের

মাথা মুড়িয়ে ‘মা’ লতা মঙ্গেশকরের শ্রাদ্ধশান্তি, হাওড়ায় বিশেষ আয়োজন গান-পাগল ছেলের

হাওড়া: জন্মদাত্রী মায়ের মৃত্যুর পরে যাঁর গাওয়া গান শুনে কেটেছে জীবন, সেই ‘মেলোডি কুইন’ লতা মঙ্গেশকরকেই মায়ের আসনে বসিয়েছিলেন হাওড়ার জগৎবল্লভপুরের মাজুর বাসিন্দা পেশায় দর্জি অমর বিলুই(৫৫)। হাওড়ার জগৎবল্লভপুরের মাজুতে একটি ছোট টেলারিং শপের মালিক বছর পঞ্চান্নর অমর বিলুই ছোটবেলা থেকেই গানপাগল। ছোট থেকে গান শুনতে তাঁর ভালো লাগত।

বড় হয়ে দর্জির দোকান করার পরে সারাদিন বাজত রেডিওতে গান। সব চেয়ে ভাল লাগত লতা মঙ্গেশকরের গাওয়া গানগুলো।  দোকানে যেখানে বসে কাজ করতেন সেখানেই নিজের মাথার উপরে লাগিয়েছিলেন সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ছবি। কয়েক বছর আগে মাতৃবিয়োগ হওয়ার পরে ভক্তিতে শ্রদ্ধায় লতা মঙ্গেশকরকেই মায়ের আসনে বসান অমরবাবু।  লতা মঙ্গেশকরের মৃত্যুর পর তাই তিনি মায়ের আসনে স্থান দেওয়া লতাজি’র প্রয়াণে সাত দিনের অশৌচ পালন করেছেন।

শুরু করেছেন মানস মা, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের পারলৌকিক কাজ৷   মধ্যবয়স্ক অমর বিলুই। বৃহস্পতিবার হয়েছে ঘাটের কাজ। মাথা মুন্ডন করেছেন।  শুক্রবার বিধিমতে করবেন শ্রাদ্ধানুষ্ঠান। এরপর করবেন নিয়মভঙ্গের অনুষ্ঠান। সেই মৎস্যমুখ বা নিয়মভঙ্গের দিনে অতিথি আপ্যায়নের ব্যবস্থাও করেছেন তিনি। নিজের বাড়িতেই প্যান্ডেল করেছেন। প্রায় ২০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। হিন্দু প্রথা মেনে সাতদিনের অশৌচ পালনের শেষে ঘাট কাজের প্রস্তুতি ছিল এদিন। জন্মদাত্রী মায়ের বেলায় যেমনভাবে অশৌচ পালন করেছিলেন, এবারে মানস মায়ের বেলায়ও সেইভাবেই সাতদিন ধরে হবিষ্যান্ন ভোজন করেছেন। শুক্রবার বিধি মেনে করবেন মানস মা লতা মঙ্গেশকারের শ্রাদ্ধশান্তি।

 

 

null

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *