গঙ্গার পাড়ে মদ্যপান? বেত হাতে শিক্ষা সন্ন্যাসীর

গঙ্গার পাড়ে মদ্যপান? বেত হাতে শিক্ষা সন্ন্যাসীর

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভাইরাল হয়। যার মধ্যে বেশিরভাগ নেটিজেনদের হাসির কারণ হয়ে ওঠে। কোনও কোনও ভিডিও নতুন করে মানুষকে ভাবতে বাধ্য করায়। কিন্তু সম্প্রতি এক সন্ন্যাসীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেশের তরুন প্রজন্মকে শিক্ষা দিতে সন্ন্যাসী হাতে বেত তুলে নিয়েছেন। যে গঙ্গাকে মা হিসেবে পুজো করা হয়, সেই গঙ্গার বঙ্গে কখনই মদ্যপানকে সমর্থন করা যায় না। তাই তো, যুবকদের সঙ্গে সন্ন্যাসী যা করলেন, তাতে প্রশংসায় মুখর হয়েছে নেটিজেনরা। 

নীহার রায় নামের এক জৈনক ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, কিছু যূবক মদ্যপান করছেন গঙ্গার ঘাটে বসে। সেই সময় এক সন্ন্যাসী হাজির হন। সেখানে তিনি শুধু যুবকদের মদ্যপানে নিষেধ করেননি। বেত দিয়ে মারতেও থাকেন যুবকদের। সন্ন্যাসীর অহেন মূর্তি দেখতে প্রস্তুত ছিলেন না যুবকের দল। প্রতিবাদ না করেই তাঁরা উঠে পড়েন। ভিডিওতে দেখা যায়, যুবকরা শুধু মদ্যপান করেই শান্ত ছিলেন না। গঙ্গার ঘাটে তাঁরা স্নানও করেন। এহেন কাণ্ড দেখে সন্ন্যাসী বেতের ঘা বসাতে থাকেন যুবকদের ওপর।

ফেসবুকে এই ভিডিও পোস্টের প্রায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে ওই জনৈক ব্যক্তি লেখেন, ‘মা গঙ্গার তীরে মদ্যপান, পন্ডিতজি দিয়েছেন চড়াম চড়াম।’ এই ভিডিওয়ের নীচে এক ব্যক্তি লিখেছেন, ‘ভালো লাগল ওই সন্ন্যাসী যুবকদের অভিভাবকের মতো শাসন করেছেন। তার থেকেও ভালো লাগল যুবকের দল পাল্টা কোনও অপমান সন্ন্যাসীকে করেননি। বরং মাথা নীচু করে চলে যায়। বর্তমানে কেউ কাউকে সম্মান দেয় না। ভিডিওটি দেখে ভালো লাগল।’ অনেকেই গঙ্গাকে পুজো করে। তবে সন্ধে হলেই অনেক জায়গাতেই গঙ্গার ধারে মদ্যপদের উৎপাত বেড়ে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =